×

বিনোদন

মাহির পা ধুয়ে দিলেন আদিবাসী নারীরা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ০৮:৫৪ পিএম

মাহির পা ধুয়ে দিলেন আদিবাসী নারীরা
মাহির পা ধুয়ে দিলেন আদিবাসী নারীরা
দ্বাদশ সংসদ নির্বাচনে প্রতীক বরাদ্দ পেয়ে দ্বিগুণ উদ্যোমে মাঠে নেমেছেন মাহিয়া মাহি। ভোট চাইতে চষে বেড়াচ্ছেন রাজশাহী ১ আসনের আনাচ কানাচ। জনগণের সেবক হতে দুয়ার থেকে দুয়ারে দৌড়ঝাঁপে ব্যস্ত মাহিকে এবার পা ধুইয়ে বরণ করে নিলেন তার নির্বাচনী আসনের আদিবাসীরা। সামাজিক যোগাযোগমাধ্যমে এ খবর মাহি নিজেই জানিয়েছেন। সোমবার (১৮ ডিসেম্বর) নিজের ফেসবুকে একটি ভিডিও প্রকাশ করেছেন মাহি। সেখানে দেখা যাচ্ছে, আদিবাসী নারীরা বেশ আয়োজন করে পা ধুইয়ে দিচ্ছেন মাহির। এরপর অভিনেত্রী ওই নারীকে জড়িয়ে ধরেন। ক্যাপশনে অভিনেত্রী লিখেছেন, আদিবাসী ভাই বোনেরা আমাকে বরণ করে নিল। মা বোনদের মার্কা কি। ট্রাক ছাড়া আবার কি। উপস্থিত সকলের উদ্দেশে কথা বলেন মাহি। এ সময় তার হাতে ছিল নির্বাচনী প্রতীক ট্রাক। আজ সোমবার প্রতীক বরাদ্দ পেয়েছেন তিনি। প্রতীক পেয়ে সেসময় মাহি বলেন, ‘পরীক্ষা দেওয়ার আগে সবাই মনে করে আমি পাস করব। জনগণ যেভাবে আমাকে এখন ভালোবাসছে সেটা অব্যাহত থাকলে ৯৫ শতাংশ ভোট পেয়ে আমি পাস করব। এক প্রশ্নের জবাবে মাহিয়া মাহি বলেন, আপনি যদি কোনো একটা পাড়াগ্রামে যান, আপনাকে কিন্তু তারা চিনবে না। কিন্তু আমি যদি যাই, সেখানে আমাকে তারা চিনবে। সো, আমি তখন তাদের কাছে যাই, সেই মা-বোনেরা আমাকে জড়িয়ে ধরে, এটাই আমার এডভান্টেস। প্রসঙ্গত, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে চাঁপাইনবাবগঞ্জ-২ আসনের জন্য আওয়ামী লীগের মনোনয়ন ফরম জমা দিয়েছিলেন মাহি। কিন্তু দল তাকে মনোনয়ন না দিলে রাজশাহী ১ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার সিদ্ধান্ত নেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App