×

বিনোদন

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬১ অভিবাসীর মৃত্যু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৫১ এএম

লিবিয়া উপকূলে নৌকাডুবির ঘটনায় ৬১ অভিবাসীর মৃত্যু

ছবি: বিবিসি

ভূমধ্যসাগরের লিবিয়া উপকূলের কাছাকাছি অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবির ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ৬১ জন অভিবাসী সমুদ্রে ডুবে গেছেন এবং তাদের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। এসব অভিবাসীর মধ্যে শিশু এবং নারীও রয়েছেন। জাতিসংঘের অভিবাসন বিষয়ক সংস্থা ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন (আইওএম) জানিয়েছে, লিবিয়ার উপকূলে অভিবাসীদের বহনকারী একটি নৌকা ডুবে গিয়ে ৬০ জনেরও বেশি অভিবাসীর মৃত্যু হয়েছে। খবর বিবিসির। দুর্ঘটনায় বেঁচে যাওয়া ব্যক্তিদের উদ্ধৃত করে ১৭ ডিসেম্বর প্রকাশিত প্রতিবেদনটিতে বলা হয় নৌকাটি প্রায় ৮৬ জন অভিবাসীকে নিয়ে লিবিয়ার জুওয়ারা শহর থেকে ছেড়ে যায়। সমুদ্রের উঁচু ঢেউয়ের কবলে পড়ে নৌকাটি ডুবে যায়। এ ঘটনায় শিশুসহ প্রায় ৬১ জন অভিবাসী নিখোঁজ হন। তাদের বেশিরভাগেরই মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিবিসি জানিয়েছে, ইউরোপে প্রবেশের ক্ষেত্রে ভূমধ্যসাগর পাড়ি দিতে লিবিয়া প্রধান পয়েন্টগুলোর মধ্যে একটি। আইওএম জানিয়েছে, চলতি বছর শুধু এ পথেই মৃত্যু হয়েছে প্রায় ২ হাজার ২০০ জনের। নৌকাডুবির সর্বশেষ এই ঘটনার শিকার অভিবাসীদের বেশিরভাগই নাইজেরিয়া, গাম্বিয়া এবং অন্যান্য আফ্রিকান দেশ থেকে এসেছিলেন। উল্লেখ্য, ২০১১ সালে লিবিয়ার দীর্ঘদিনের শাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর উত্তর আফ্রিকার দেশটিতে চরম বিশৃঙ্খলা সৃষ্টি হয়। এরপর থেকেই সমুদ্রপথে ইউরোপে পৌঁছানোর চেষ্টা করা অভিবাসীদের জন্য লিবিয়া হয়ে ওঠে একটি প্রধান ট্রানজিট রুট। এছাড়া লিবিয়াতে অভিবাসীদের নির্যাতন, যৌন নির্যাতন এবং সেখান থেকে পাচারও করা হচ্ছে বলে সতর্ক করে আসছে জাতিসংঘ ও মানবাধিকার সংস্থাগুলো।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App