×

বিনোদন

দেয়ালে দেয়ালে 'সানি দেওল নিখোঁজ', সন্ধান দিলেই ৫০ হাজার রূপি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ ডিসেম্বর ২০২৩, ০৬:২২ পিএম

দেয়ালে দেয়ালে 'সানি দেওল নিখোঁজ', সন্ধান দিলেই ৫০ হাজার রূপি

ছবি: সংগৃহীত

ভারতের জনপ্রিয় বলিউড তারকা তার নির্বাচনী এলাকায় দির্ঘদিন না যাওয়ায়, জনপ্রতিনিধিকে না পেয়ে ক্ষোভে ছবিসহ নিখোঁজ সংবাদের পোস্টার ছাপিয়েছেন পাঞ্জাবের গুরুদাসপুরের বাসিন্দারা। সে নিখোঁজ তারকা আর কেও নন , তিনি হচ্ছেন ধরম পুত্র সানি দেওল।

সেই ছবি সম্বলিত পোস্টারে লেখা আছে, সানির খোঁজ দেয়া সন্ধানদাতা পাবেন নগদ ৫০ হাজার রূপি। হিন্দুস্তান টাইমসের একটি প্রতিবেদনে জানানো হয়েছে যে বাস্তবেই এমন ঘটনা ঘটেছে।

উল্লেখ্য, ২০১৯ সালের লোকসভা নির্বাচনে গুরদাসপুরের বিজেপির প্রার্থী হয়ে নির্বাচন করেন সানি। কংগ্রেসের প্রতিপক্ষকে প্রায় ৮২ হাজার ভোটে হারিয়ে এমপি হন এই অভিনেতা। এরপর থেকেই নাকি নিজের নির্বাচনী এলাকায় দেখা মেলেনি সানির।

আর এতেই ক্ষোভ জন্মেছে এলাকাবাসীর। গুরুদাসপুর, পাঠানকোট এলাকায় দেয়ালে দেয়ালে 'সানি দেওল নিখোঁজ' লেখা পোস্টার শোভা যাচ্ছে।

সেখানে লেখা আছে, ‘নিখোঁজ হয়ে গেছেন বিজেপি এমপি সানি, খুঁজে দিন। সন্ধান দিতে পারলে ৫০ হাজার রুপি পুরস্কার।’

এলাকাবাসীর মতে, সানিকে নির্বাচনের পর কখনো গুরুদাসপুরে দেখা যায়নি। তাই এলাকার মানুষের দুর্দশার কথাও জানেন না তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App