×

বিনোদন

নাটকের জুটি সিনেমায়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০২ জুন ২০১৮, ০৫:০৬ পিএম

নাটকের জুটি সিনেমায়
নাটকের জুটি সিনেমায়
নাটকের জুটি সিনেমায়
শুভ-তিশা একটা সময় তারা দুজন ছিলেন টেলিভিশনের জুটি। একাধিক নাটকে একসঙ্গে কাজ করেছেন। পরে আরিফিন শুভ নাটক ছেড়ে সিনেমায় পাড়ি জমান। তিশা নাটকের পাশাপাশি সিনেমায় সময় দিতে শুরু করেন। তখনই নাটকের জুটি শুভ-তিশা একসঙ্গে ছবি করার সুযোগ পান। ‘অস্তিত্ব’ ছবিতে শুভ-তিশা প্রথম জুটি বাঁধেন। এ ছবিতে শুভ একজন শিক্ষকের চরিত্রে আর তিশা একজন প্রতিবন্ধীর চরিত্রে অভিনয় করেন। যদিও ছবিটি সফলতা পায়নি। তবে শুভ-তিশা ‘অস্তিত্ব’কে দর্শকদের কাছে পৌঁছে দেয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছেন।     নিলয়-শখ সুপার হিরো নিলয় ও মডেল অভিনেত্রী শখ প্রথম একসঙ্গে নাটকে অভিনয় করেন ২০১১ সালে। তারপর থেকেই দুজনের মন দেয়া-নেয়া। পরে তারা বিয়ের পিঁড়িতেও বসেন। এরমধ্যে নিলয়-শখ নাটকের জুটি থেকে সিনেমার জুটিতে পরিণত হোন। নবাগত পরিচালক সানিয়াত হোসেন পরিচালিত ‘অল্প অল্প প্রেমের গল্প’ ছবিতে তারা প্রথম ও শেষবারের মতো জুটিবদ্ধ হোন। কিন্তু নতুন জুটির ছবিটি আহামরি সাফল্য পেতে ব্যর্থ হয়। সিনেমায় অভিনয়ের কিছুদিন পর ভেঙে যায় নিলয়-শখের সংসারও। মোশাররফ-তিশা টেলিভিশনের দর্শকপ্রিয় জুটি মোশাররফ করিম ও তিশা। সিনেমায় তারা প্রথম জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন মোস্তফা সরয়ার ফারুকী পরিচালিত ‘থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার’ ছবিতে। জেল ফেরত স্বামীর চরিত্রে অভিনয় করেন মোশাররফ। আর নিঃসঙ্গ স্ত্রীর চরিত্রে অভিনয় করেন তিশা। ফারুকীর ‘টেলিভিশন’ ছবিতেও মোশাররফ ও তিশা একসঙ্গে অভিনয় করেন। সর্বশেষ তারা অভিনয় করেছেন তৌকীর আহমেদের ‘হালদা’ ছবিতে। মোশাররফ-তিশা অভিনীত প্রতিটি ছবিই ত্রিভুজ প্রেমের। ছবি তিনটিতে তপু, চঞ্চল ও জাহিদও ছিলেন তিশার নায়ক হিসেবে। মাহফুজ-জয়া টেলিভিশনের সফল জুটি ছিলেন মাহফুজ আহমেদ ও জয়া আহসান। জুটিবব্ধ হয়ে তারা প্রচুর নাটকে অভিনয় করেছেন। মাহফুজের পরিচালনায় ও প্রযোজনায় নাটকে অভিনয়ের অভিজ্ঞতা ছিল জয়ার। জয়া পরে মাহফুজের প্রযোজনায় সিনেমাতেও অভিনয় করেন। ২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘জিরো ডিগ্রি’তে জুটিবদ্ধ হোন মাহফুজ-জয়া। এ ছবিতে অভিনয় করে মাহফুজ ও জয়া দুজনেই জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় করেন। মাহফুজের আগমনের প্রায় ১০ বছর পর জয়া সিনেমায় আসেন। এখন মাহফুজের চেয়ে সিনেমায় জয়ার প্রভাবই বেশি। শুভ-মম আরিফিন শুভ ও জাকিয়া বারী মম নাটকে জুটিবদ্ধ হয়ে একসঙ্গে অভিনয় করেছেন। তাদের অভিনীত একটি উল্লেখযোগ্য নাটক ‘অবশেষে’। সিনেমায় পা রেখে শুভ নাটক ছেড়ে দেন। মম নাটকের পাশাপাশি যখনই সুযোগ পেয়েছেন সিনেমায় অভিনয় করেছেন। শুভ ও মম জুটিবব্ধ হয়ে তাদের ক্যারিয়ারের সেরা ছবিটি পেয়েছেন। শিহাব শাহিন পরিচালিত রোমান্টিক ছবি ‘ছুঁয়ে দিলে মন’-এ অভিনয় করে এই জুটি প্রশংসা পেয়েছেন। একই পরিচালকের পরের ছবিতেও তাদের দেখা যাওয়ার কথা শোনা যাচ্ছে। মোশাররফ-মৌসুমী মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘প্রজাপতি’ ছবিতে মোশাররফ করিম ও মৌসুমী জুটিবদ্ধ হয়ে অভিনয় করেন। কিন্তু এ ছবিটির আগে একই গল্পের নাটকে অভিনয় করেন তারা। রাজের নির্মাণে ‘জুয়া’ নাটকেও মোশাররফ ও মৌসুমী ছিলেন সহশিল্পী। এই গল্প থেকেই নির্মিত হয় ‘প্রজাপতি’। শুধুমাত্র কাস্টিংয়ে বদল আসে। মাহফুজের জায়গায় আসেন জাহিদ হাসান। ‘প্রজাপতি’ ছাড়া মোশাররফ ও মৌসুমীর কোনো ছবি না থাকলেও তারা একসঙ্গে অনেক নাটকে অভিনয় করেছেন। শুভ-মিম মিমের যাত্রা ‘আমার আছে জল’র মতো সিনেমা দিয়ে শুরু হলেও শুভ নাটকের পাঠ চুকিয়ে আসেন সিনেমায়। এই দুজন যখন ছিলেন নাটকে ব্যস্ত, তখন জুটিবদ্ধ হয়ে অভিনয় করেছেন। তাদের অভিনীত টেলিভিশন প্রডাকশনের মধ্যে ‘অন্য চোখে ভালোবাসা’ উল্লেখ করার মতো। শুভ-মিম নাটকে থেকে আসেন সিনেমায়। অভিনয় করেন মোস্তফা কামাল রাজ পরিচালিত ‘তারকাঁটা’ ছবিতে। এই জুটির মধ্যে যথেষ্ট সম্ভাবনা থাকার পরও দ্বিতীয় কোনো ছবিতে তাদের একসঙ্গে পাননি দর্শকরা।     সজল-মৌসুমী টেলিভিশনের ব্যস্ত অভিনেতাদের একজন সজল। তিনি ‘নিঝুম অরণ্যে’ ছবিটি করেন ২০১০ সালে। ওটাই ছিল সজলের প্রথম ছবি। ২০১৬ সালে তার অভিনীত ‘দ্বিতীয় ছবি ‘রানআউট’ মুক্তি পায়। এতে সজলের বিপরীতে অভিনয় করেন টেলিভিশনের অভিনেত্রী মৌসুমী নাগ। ছবিটি তেমন ব্যবসা করতে পারেনি। তবে থ্রিলার ছবি হিসেবে একটা মহলে প্রশংসা পেয়েছে। সিনেমা করার আগে সজল-মৌসমী একসঙ্গে নাটক করেছেন। তাদের অভিনীত নাটকের মধ্যে উল্লেখযোগ্য ২০১৩ সালে প্রচারিত ‘নেভার মাইন্ড’। থ্রিলার ছবির সফল নির্মাতা দীপংকর দীপন নাটকটি পরিচালনা করেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App