×

বিনোদন

‘কাছের মানুষকে হারানোর দুঃখ কখনোই ভুলা যায় না’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ নভেম্বর ২০২৩, ০৯:০৯ এএম

‘কাছের মানুষকে হারানোর দুঃখ কখনোই ভুলা যায় না’

ছবি: সংগৃহীত

‘কাছের মানুষকে হারানোর দুঃখ কখনোই ভুলা যায় না’

ছবি: সংগৃহীত

‘কাছের মানুষকে হারানোর দুঃখ কখনোই ভুলা যায় না’
২০২০ সালে শেষ নিশ্বাস ত্যাগ করেছিলেন বলিউডের জনপ্রিয় অভিনেতা সুশান্ত সিং রাজপুত। সুশান্তের আত্মহত্যার পর কারাগারে যেতে হয়েছিল অভিনেতার তৎকালীন প্রেমিকা তথা বলি অভিনেত্রী রিয়া চক্রবর্তীকে। তারপর থেকে নাকি কোনো ছবিতে অভিনয়ের প্রস্তাব পান না তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে এমনটাই জানান রিয়া। ২০১৩ সালে ‘মেরে ড্যাড কি মারুতি’ ছবির মাধ্যমে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন রিয়া। ‘সোনালি কেবল’, ‘ব্যাঙ্ক চোর’, ‘দোবারা: সি ইয়োর এভিল’, ‘হাফ গার্লফ্রেন্ড’ ছবিতে অভিনয় করতে দেখা যায় তাঁকে। ২০১৮ সালে ‘জালেবি’ ছবিতে মুখ্যচরিত্রে অভিনয় করে বলিপাড়ায় নিজের পরিচিতি তৈরি করেন রিয়া। ২০২০ সালে সুশান্তের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন অভিনেত্রী। মাঝেমধ্যেই সুশান্ত এবং রিয়া একসঙ্গে ধরা পড়তেন ছবিশিকারিদের ক্যামেরায়। ২০২০ সালের গোড়ার দিকে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজেদের ছবি পোস্ট করে তাঁদের সম্পর্কের বিষয়ে সিলমোহর দেন তারকা জুটি। তবে বেশি দিন স্থায়ী হয়নি সুশান্ত এবং রিয়ার সম্পর্ক। ২০২০ সালের জুন মাসে মুম্বাইয়ের বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্তের নিথর দেহ। পুলিশ জানায়, আত্মহত্যা করেছেন সুশান্ত। সুশান্তের মৃত্যুর তদন্তে নেমে গ্রেপ্তারও করা হয় রিয়াকে। এক মাস মুম্বায়ের জেলে বন্দি ছিলেন অভিনেত্রী। ২০২০ সালে অক্টোবর মাসে জেল থেকে ছাড়া পান তিনি। কিন্তু তার পর থেকে অভিনয়জগতের সঙ্গে প্রায় কোনো সম্পর্ক নেই রিয়ার। সম্প্রতি এক সাক্ষাৎকারে রিয়া জানান, সুশান্তের মৃত্যুর পর তাঁকে ঘিরে এত জল্পনা-সমালোচনা হয়েছিল যে এখন আর বলিউডে কেউই তাঁকে কাজ দিতে চান না। রিয়ার দাবি, তাঁর সঙ্গে নেতিবাচকতা এমনভাবে ছড়িয়ে পড়েছে যে, ছবি নির্মাতারা ভাবেন রিয়ার সঙ্গে কাজ করলে খারাপ ভাগ্যও সঙ্গে আসবে। রিয়া বলেন, ‘‘আমাদের সমাজ পুরুষতান্ত্রিক। তবে আমি আমার জীবন থেকে বুঝেছি এক জন নারীও অন্য নারীকে টেনে নীচে নামাতে পারেন।’’ নিজের বন্ধুবান্ধব এবং পরিবারকে অবশ্য ধন্যবাদ জানিয়েছেন রিয়া। অভিনেত্রী বলেন, ‘‘আমি যে পরিস্থিতির মধ্যে দিয়ে গিয়েছি সে সময় আমার পাশে পরিবার এবং গুটিকতক বন্ধুবান্ধব ছিল। তারা এখনো রয়েছে। তাদের কাছে আমি সত্যিই কৃতজ্ঞ।’’ রিয়ার দাবি, সুশান্তের মৃত্যুর পর তাঁর কেরিয়ার ধ্বংস হয়ে গেছে। তাঁকে অভিনয়ের প্রস্তাব দিতে অনেকে ভয় পান বলেও দাবি করেন রিয়া। [caption id="attachment_476944" align="aligncenter" width="700"] ছবি: সংগৃহীত[/caption] ২০২১ সালে ‘চেহরে’ ছবিতে শেষ দেখা যায় রিয়াকে। অমিতাভ বচ্চন এবং ইমরান হাশমি অভিনীত এই ছবিতে পার্শ্বচরিত্রে অভিনয় করেন রিয়া। তার পর আর কোনো হিন্দি ছবিতে অভিনয় করেননি তিনি। চলতি বছরে ‘এমটিভি রোডিস: কর্ম ইয়া কাণ্ড’ রিয়্যালিটি শোয়ে ‘গ্যাং লিডার’ হিসাবে দেখা গিয়েছে রিয়াকে। রিয়া বলেন, ‘‘লোকের মনে যে ভয় রয়েছে তা ধীরে ধীরে কেটে যাবে বলেই আমার বিশ্বাস।’’ সুশান্তের মৃত্যুর পর রিয়া যে পরিমাণ কটাক্ষের শিকার হতেন তার মাত্রা সাম্প্রতিক কালে কমেছে বলে জানান রিয়া। তিনি বলেন, ‘‘কোভিড অতিমারির পর মনে হয় আক্রমণ করার স্বভাব অনেকটাই কমেছে। এখন আর আগের মতো আমায় নিয়ে সমালোচনা হয় না।’’ সুশান্তের প্রসঙ্গে প্রশ্ন করা হলে রিয়া উত্তর বলেন, ‘‘কাছের মানুষকে হারানোর দুঃখ কখনোই ভুলা যায় না। তাকে সঙ্গী করেই জীবনে এগিয়ে যেতে হয়।’’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App