×

বিনোদন

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৩ নভেম্বর ২০২৩, ০৯:৩২ এএম

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের

ছবি: সংগৃহীত

বলিউড নিয়ে বিস্ফোরক মন্তব্য বিদ্যা বালানের
বলিউড চলচ্চিত্রে কর্মজীবন প্রতিষ্ঠার পাশাপাশি বাংলা, তামিল, মালয়ালম ও হিন্দি ভাষার চলচ্চিত্রে অভিনয় করেছেন বিদ্যা বালান। পরিণীতা, কাহানি, লাগে রাহো মুন্না ভাই, বেগম জান, ডার্টি পিকচারের মতো হিট সিনেমা উপহার দিয়েছেন বিদ্যা বলিউডকে। তা সত্ত্বেও বলিউডকে নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছেন বিদ্যা বালান। খুব কম অভিনেত্রী আছেন বলিউডে যারা একার কাঁধে টেনে নিয়ে যেতে পারেন একটা পুরো সিনেমা। তবে সেই তালিকায় নাম আসে বিদ্যা বালানের। কাহানি, নিয়ত-এর মতো সিনেমা দিয়ে তা প্রমাণও করে দিয়েছেন এই জনপ্রিয় অভিনেত্রী। সঙ্গে পরিণীতা, কাহানি, লাগে রাহো মুন্না ভাই, বেগম জান, ডার্টি পিকচারের মতো সিনেমা তো আছেই। তবে বিদ্যার সম্প্রতি বলিউড ও দক্ষিণের ফিল্ম ইন্ডাস্ট্রি নিয়ে বলা কথা নজর কেড়েছে অনেকেরই। এক চ্যাট শো-তে মাসাবা গুপ্তার সঙ্গে কথোপকথনের সময়, বিদ্যা বালানকে বলতে শোনা যায়, ‘আমি অনুভব করি যে তারা তাদের কাজের বিষয়ে অনেক বেশি শৃঙ্খলাবদ্ধ। যদিও আমি বলব যে আমি যে ধরনের সিনেমা করি সেখানে অনেক শৃঙ্খলা রয়েছে। কারণ সেটা না হয়ে কোনো উপায়ও ছিল না। কারণ সেগুলো কম বাজেটের সিনেমা। মাঝারি আকারের সিনেমা। তাই নির্দিষ্ট একটা নিয়ম মেনে কাজ তো করতেই হয়। আমি কোনো হিন্দি বড় বাজেটের সিনেমায় অভিনয় করিনি। তাই আমি জানি না ওখানে কী হয়। কিন্তু এমন কিছু আছে যা ঠিক করে কাজ করছে না। আমরা নিজেদেরকে নিয়েই প্রশ্ন তুলছি। ওরা যা করছে নিজেদের প্রকৃত দিক তুলে ধরেছে। আমার মনে হয় হিন্দি সিনেমায় সেটার অভাব আছে।’ বিদ্যা আরো বলেন, তাঁর দক্ষিণ ভারতীয় লালনপালন তাঁকে মাটির কাছাকাছি রেখেছে। সঙ্গে তাঁর দক্ষিণ ভারতীয় পরিবারও। আমার অনেক দক্ষিণ ভারতীয়র সঙ্গে পরিচয় হয়েছে যারা পেশা হিসেবে অভিনয়কে সম্মান দেয়। তোমার উন্নতিতে খুশি হও। কিন্তু একবার কাজ করে বাড়ি ঢুকে গেলে তুমি বিদ্যা, কোনো তারকা নও আর। তুমি কারো মেয়ে, কারো বউ, কারোর আন্টি। আমি ছোটবেলা থেকে সেই শিক্ষা পেয়েই বড় হয়েছি।’ উল্লেখ্য, ২০০৯ সালে বিদ্যা আর. বালকি পরিচালিত পা নাট্য চলচ্চিত্রে একটি ১২-বছর বয়সী শারীরিক প্রতিবন্ধী ছেলের স্ত্রীরোগবিশারদ মায়ের চরিত্রে উপস্থিত হন। বিদ্যাকে শেষ দেখা গেছে নিয়ত সিনেমায়। বক্স অফিসে মিশ্র প্রতিক্রিয়া পায় সিনেমাটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App