×

বিনোদন

বিশ্বকাপের গান ‘গুডলাক বাংলাদেশ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৩, ০৭:৫৩ পিএম

বিশ্বকাপের গান ‘গুডলাক বাংলাদেশ’

ছবি: ভোরের কাগজ

বিশ্বকাপের গান ‘গুডলাক বাংলাদেশ’

২৪ বছর পর ক্রিকেটারদের অনুপ্রাণিত করতে নতুন করে তৈরি হলো ‘গুডলাক বাংলাদেশ’। ভারতের মাটিতে অনুষ্ঠিত হচ্ছে ক্রিকেট বিশ্বকাপের ১৩তম আসর। নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে জয়ের পর ইংল্যান্ডের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ ক্রিকেট দল।

১৯৯৯ সাল থেকে ক্রিকেটের সবচেয়ে বড় এ আয়োজনের প্রতি আসরে অংশ নিচ্ছে বাংলাদেশ ক্রিকেট দল। প্রতি বিশ্বকাপে ক্রিকেটারদের অনুপ্রেরণা দিতে প্রকাশ করা হয় গান।

প্রথম বিশ্বকাপে প্রকাশিত হয় ‘গুডলাক বাংলাদেশ’ শিরোনামের গান। অভিনেতা আসাদুজ্জামান নূরের লেখা এ গানে কণ্ঠ দেন সৈয়দ আব্দুল হাদী, সুবীর নন্দী, শুভ্র দেব ও শাকিলা জাফর। গানটির সুর করেছিলেন শুভ্র দেব। সেই বিশ্বকাপে গ্রুপ পর্বের শেষ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে বাংলাদেশ আলোড়ন সৃষ্টি করে। রাস্তায় রাস্তায় মিছিল বের হয় এই গান গেয়ে।

এবারো গানটিতে কণ্ঠ দিয়েছেন শুভ্র দেব। তবে বদলে গেছেন বাকি শিল্পীরা। এবার শুভ্র দেবের সঙ্গে যোগ দিয়েছেন কোনাল, অনন্যা ও তরিক মৃধা। ভিডিও নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে আছেন অনন্যা রুমা। গতকাল বাংলাদেশের ম্যাচ চলাকালীন চ্যানেল আইয়ে প্রচার করা হয় গানটি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App