×

বিনোদন

‘পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৩, ০৯:৩৬ এএম

‘পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে’

ছবি: সংগৃহীত

‘পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে’

ছবি: সংগৃহীত

‘পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে’
বলিউড নিয়ে বিতর্কিত মন্তব্য করে ফের আলোচনায় অভিনেত্রী পায়েল ঘোষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে হামেশাই নিজের উপস্থিতি জানান দেন পায়েল। বলিউডকে বিঁধে ‘এক্স’ হ্যান্ডেলে নায়িকা লিখেন, ‘ভাগ্যিস আমি দক্ষিণী ফিল্ম ইন্ডাস্ট্রির হাত ধরে পথচলা শুরু করেছিলাম। যদি আমার শুরুটা বলিউডে হতো, তাহলে সকলে আমার পোশাক খুলে আমাকে পরিবেশন করতো। কারণ এখানে পরিচালকরা মেয়েদের শরীরকে বেশি ব্যবহার করে নিজেদের শিল্পসত্ত্বার চেয়ে’। খবর: হিন্দুস্তান টাইমস। পায়েলের এই মন্তব্যে রীতিমতো শোরগোল। অনেকেই সহমত পোষণ করেছেন বঙ্গতনয়ার সঙ্গে। বলিউড শুরু থেকেই মেয়েদের পণ্য হিসাবে ছবিতে তুলে ধরে মতো, নেটিজেনদের একটা বড় অংশের। তবে অনেক বিরোধিতা করে লেখেন, 'কেউ কাউকে শরীর দেখাতে বাধ্য করে না, এটা ব্যক্তিগত সিদ্ধান্ত'। কিছুদিন আগেই পায়েল আরো একটি বেফাঁস মন্তব্য করেছিলেন। তাঁর মতে, ছবিতে কাজ পেতে প্রযোজকদের শয্যাসঙ্গী হতে হয় বলিউডে। [caption id="attachment_468697" align="aligncenter" width="875"] ছবি: সংগৃহীত[/caption] ইন্ডাস্ট্রির কাস্টিং কাউচ নিয়ে পায়েল জানান, ‘বড় ছবিতে কাজ পেতে শুতে হয়। সেটা ছাড়া সম্ভবই নয় (চরিত্র পাওয়া)’। পরেশ রাওয়ালের অনস্ক্রিন কন্যের এমন বিস্ফোরক বিবৃতি অনেকের কাছেই লাইম লাইটে আসার চেষ্টা। কেউ আবার সত্যিটা সামনে আনার সৎ সাহস দেখনোয় পায়েলের প্রশংসা করেছেন। উল্লেখ্য, ‘প্যাটেল কি পঞ্জাবি শাদি’, ‘প্রায়ানাম’, ‘ওসারাভেল্লি’র মতো জনপ্রিয় ছবিতে অভিনয় করেছেন পায়েল। তার অভিনীত প্রথম তামিল চলচ্চিত্র সারো শ্রীরামের থেরোডাম ভিধিয়াইল, যেখানে তিনি এরোডের অধিবাসী একজন চিরাচরিত মেয়ের ভূমিকা পালন করেছেন। তিনি বিবেক অগ্নিহোত্রী কর্তৃক নারী মূখ্য ভূমিকায় ফ্রিডম ছবিটির জন্য নির্বাচিত হয়েছিলেন এবং ২০১২ সালে এর চিত্রগ্রহণ করা হয়েছিল। ছবিটি ২০১৪ সালেও মুক্তি না পেলে তিনি সঞ্জয় ছেল পরিচালিত কৌতুকধর্মী চলচ্চিত্র প্যাটেল কি পাঞ্জাবী শাদি-তে স্বাক্ষর করেছিলেন, ১৫ সেপ্টেম্বর ২০১৭-এ ছবিটি বিশ্বব্যাপী মুক্তি পায়। তিনি পরেশ রাওয়াল, ঋষি কাপুর এবং প্রেম চোপড়ার সঙ্গে অভিনয়ের মাধ্যমে বলিউডে পা রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App