×

বিনোদন

‘জওয়ান’-এর পুলিশ চরিত্রে ভুটান রাজার দেহরক্ষী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৩, ০৮:৪৪ এএম

‘জওয়ান’-এর পুলিশ চরিত্রে ভুটান রাজার দেহরক্ষী

ছবি: আনন্দবাজার

‘জওয়ান’-এর পুলিশ চরিত্রে ভুটান রাজার দেহরক্ষী
মুম্বাই শহর। সবাই নিজেদের গন্তব্যস্থলে ছুঁটছেন। ঠিক এই মুহূর্তে ‘হাইজ্যাক’ করা হলো মুম্বাই মেট্রো। ধীর পায়ে এগিয়ে আসছিল আজাদ। এক পুলিশ সদস্য হঠাৎ তাকে ‘বুড্ঢা’ (বুড়ো) বলে সম্বোধন করল। জবাবে ভেসে এল, ‘বুড্ঢা হোগা তেরা বাপ।’ ‘জওয়ান’ ছবিতে শাহরুখ খানের মুখে এই সংলাপ শুনে দর্শকের চিৎকারে ফেটে পড়ে সিনেমা হল। তার পাশাপাশি নজর কাড়ে পুলিশ কর্মকর্তার অভিনয়ও। তার পরিচয় নিয়ে কৌতূহল জাগে দর্শকের মধ্যে। ‘জওয়ান’-এর পুলিশ সদস্যের চরিত্রে যিনি অভিনয় করেছেন তিনি আদতে ভুটানের বাসিন্দা। বাস্তব জীবনে তিনি ‘জওয়ান’ ছিলেন। বর্তমানে অভিনয় নিয়েই ব্যস্ত থাকেন সাঙ্গে শেলট্রিম। ভুটানের সেনাবাহিনী থেকে ‘বডি বিল্ডিং’-এর পেশায়। সেখান থেকে অভিনয়জগতে কীভাবে পা রাখলেন ভুটানের সাঙ্গে? কুড়ি বছর আগে রয়্যাল ভুটান আর্মিতে নিযুক্ত হন সাঙ্গে। কম সময়ের মধ্যেই রাজার ভরসার পাত্র হয়ে ওঠেন তিনি। পাঁচ বছর ভুটানের রাজার দেহরক্ষী হিসেবে দায়িত্ব পালন করেন সাঙ্গে। তার পর দেহরক্ষীর কাজ থেকে পাকাপাকিভাবে বিরতি নেন তিনি। শৈশব থেকেই নাচ এবং খেলাধুলায় পটু ছিলেন সাঙ্গে। বিভিন্ন ধরনের অনুষ্ঠানে অংশগ্রহণও করেন তিনি। দেহরক্ষীর পদ থেকে বিরতি নেয়ার পর শরীরচর্চার দিকে ঝুঁকে পড়েন সাঙ্গে। ‘বডিবিল্ডার’ হিসাবে ভুটানে জনপ্রিয় হয়ে ওঠেন সাঙ্গে। ২০১৫ সালে একটি প্রতিযোগিতায় স্বর্ণপদক জেতেন তিনি। সম্প্রতি এক সাক্ষাৎকারে সাঙ্গে জানান, তার বন্ধুরা অভিনয়ে নামার পরামর্শ দেন সাঙ্গেকে। বন্ধুদের কথায় অভিনয় শুরু করেন সাঙ্গে। প্রথম ছবিতেই ভুটানের অ্যাকশন হিরো হিসেবে জনপ্রিয় হয়ে ওঠেন সাঙ্গে। ২০১৮ সালে ‘সিঙ্গে’ নামে একটি ছবিতে অভিনয় করে রাতারাতি নিজের পরিচিতি গড়ে তোলেন তিনি। ২০১৯ সালে ‘রোহিঙ্গা— পিপল ফ্রম নো হোয়্যার’ ছবিতে অভিনয় করেন সাঙ্গে। তারপর তার কেরিয়ার নতুন দিকে মোড় নেয়। নিজের ছবি নিয়ে শলাপরামর্শের জন্য মুম্বাইয়ে এক বন্ধুর সঙ্গে দেখা করতে যান সাঙ্গে। বন্ধুর সূত্রেই সালমান খানের সঙ্গে আলাপ হয় তার। সাঙ্গের সঙ্গে আলাপচারিতার পর তাকে নিজের ছবিতে অভিনয়ের প্রস্তাব দেন সালমান। ২০২১ সালে মুক্তি পায় সালমনের ‘রাধে’ ছবিটি। এই ছবিতে অভিনয় করতে দেখা যায় সাঙ্গেকে। সালমানের হাত ধরে বলিপাড়ায় আত্মপ্রকাশ করেন সাঙ্গে। তার পরেই বলিপাড়ার অন্য খানের সঙ্গে অভিনয়ের সুযোগ পান তিনি। শাহরুখের ‘জওয়ান’ ছবিটি সাঙ্গের ক্যারিয়ারে নতুন মাইলফলক গড়ে তুলেছে। ইনস্টাগ্রামে ইতিমধ্যেই দেড় লাখের গণ্ডি পার করেছে সাঙ্গের অনুরাগী সংখ্যা। এরপর তাকে কোন ছবিতে দেখা যাবে সে বিষয়ে অবশ্য কিছু জানা যায়নি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App