×

বিনোদন

বাংলাদেশিদের ছবি দেখার আমন্ত্রণ জানালেন সালমান খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৩, ০৩:৪৬ পিএম

বাংলাদেশিদের ছবি দেখার আমন্ত্রণ জানালেন সালমান খান
বাংলাদেশিদের ছবি দেখার আমন্ত্রণ জানালেন সালমান খান

ভারতে মুক্তির চার মাসের মাথায় আজ শুক্রবার (২৫ আগস্ট) বাংলাদেশের প্রায় ৩০টি প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে বলিউড অভিনেতা সালমান খান অভিনীত ‘কিসি কা ভাই কিসি কি জান’।

বাংলাদেশি দর্শকদের ছবিটি দেখার আমন্ত্রণ জানিয়ে শুক্রবার (২৫ আগস্ট) সোশ্যাল হ্যান্ডেলে ছবির একটি পোস্টার শেয়ার করেন সালমান খান। ক্যাপশনে লেখেন, “আজ বাংলাদেশে মুক্তি পাচ্ছে ‘কিসি কা ভাই কিসি কি জান’। অ্যাকশন, কৌতুক, বিনোদনের পরিপূর্ণ স্বাদ নিতে তৈরি হয়ে যান!”

‘কিসি কা ভাই কিসি কি জান’ ছবিটির বাংলাদেশে আমদানিকারক প্রতিষ্ঠান এন ইউ আহম্মদ ট্রেডার্সের কর্ণধার কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, “মাল্টিপ্লেক্স, সিঙ্গেল মিলিয়ে এখন পর্যন্ত ৩০টি হল চূড়ান্ত হয়েছে। মনে হচ্ছে আরও হল বাড়বে। কারণ শেষ পর্যন্ত ‘এমআর-৯’ ছবিটি ইংরেজিতে মুক্তির কারণে অনেক একক হল আমাদের ছবিটি নেওয়ার আগ্রহ দেখাচ্ছে। এ কারণে একক হল বাড়তে পারে।”

জানা গেছে, সালমান খানের এই সিনেমা বাংলাদেশে আনতে খরচ পড়েছে ৫০ লাখ টাকা। যেখানে শাহরুখের ‘পাঠান’ আনতে খরচ হয়েছিল মাত্র ১১ লাখ টাকা। এত বেশি খরচ প্রসঙ্গে কামাল মোহাম্মদ কিবরিয়া বলেন, ‘ছবিটি ভারতে মুক্তির আগেই আমরা চুক্তি করেছিলাম। কারণ, এটি সালমানের ছবি। ফলে বড় অঙ্কের টাকা দিতে হয়েছে। তখন তো বুঝিনি, সালমান খানের ছবি ভারতে ব্লকবাস্টার হবে না। ভারতে মুক্তির পর চুক্তি করলে এত টাকা দিয়ে ছবিটি নিতাম না। তবে আমদানির শর্তে আছে, যে টাকায় ছবিটি এনেছি, বাংলাদেশের প্রেক্ষাগৃহে যত দিন খুশি তত দিন চালাতে পারব।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App