×

বিনোদন

ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ আগস্ট ২০২৩, ০৪:০৩ পিএম

ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়
ভারতের নাগরিকত্ব পেলেন অক্ষয়

২০১৯ সালে অক্ষয় কুমার জনসমক্ষে কথা দিয়েছিলেন যে খুব শীঘ্রই তিনি বিদেশি নাগরিকত্ব বর্জন করে দেশের নাগরিকত্বের জন্য আবেদন করবেন।

তিনি আবেদন করেওছিলেন। কিন্তু তার পর করোনা পরিস্থিতি তৈরি হয়। ফলে তাঁর নাগরিকত্ব পাওয়ার প্রক্রিয়া অনেকটাই পিছিয়ে যায়। অবশেষে চার বছর পর পেলেন ভারতীয় নাগরিকত্ব।

৭৭তম স্বাধীনতা দিবসে ভারতীয় নাগরিকত্ব পেলেন এ বলিউড অভিনেতা। টুইটে সুখবরটি শেয়ার করেছেন তিনি। অক্ষয়সহ একাধিক তারকার বিদেশি নাগরিকত্ব আছে।

সেই তালিকায় রয়েছেন দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাট, ক্যাটরিনা কাইফ-সহ আরো অনেকেই। অক্ষয়কে কানাডা থেকে দেওয়া হয়েছিল ‘সাম্মানিক নাগরিকত্ব’। কিন্তু ভারতীয় আইন অনুযায়ী এক জন মানুষ দুই দেশের নাগরিকত্ব রাখতে পারেন না। সে ক্ষেত্রে শোনা যায়, অনেক অভিনেতাই বিদেশি নাগরিকত্ব ছাড়তে চান না।

কিন্তু স্বাধীনতা দিবসে কানাডার নাগরিকত্ব ছেড়ে ভারতীয় নাগরিকত্ব পেলেন অক্ষয়। অক্ষয় টুইটে লিখেছেন, ‘মন এবং নাগরিকত্ব দুটোই ভারতীয়। স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। জয় হিন্দ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App