×

বিনোদন

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নাটক ‘বজ্রকণ্ঠ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৩, ১০:৪৫ পিএম

বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নাটক ‘বজ্রকণ্ঠ’
বঙ্গবন্ধুর আদর্শ নিয়ে নাটক ‘বজ্রকণ্ঠ’
বেকার যুবক নিশান একটা চাকরির জন্য খুব চেষ্টা করছে। এক অফিসের কর্মকর্তা তাকে ৫ লাখ টাকার বিনিময়ে চাকরি দেয়ার নিশ্চয়তা দেয়। সেই টাকা কীভাবে ব্যবস্থা করবে সে, এ নিয়ে চিন্তায় পড়ে যায়। প্রেমিকা তাকে চাপ দিচ্ছে চাকরি না হলে তার অন্য জায়গায় বিয়ে হয়ে যাবে। এক বন্ধু কিছু টাকা দিবে বলে আশ্বাস দিয়েছে। বাকি টাকার জন্য অস্থিরতায় ভুগতে ভুগতে নিশান জাতীয় গ্রন্থাগারে ঢুকেছে। নীরবে কিছুক্ষণ সময় কাটিয়ে মনটা শান্ত করার চেষ্টায়। এক পর্যায়ে পড়ার জন্য বই খুঁজতে গিয়ে বঙ্গবন্ধুর ওপর কয়েকটি বই হাতে নেয় সে। লাইব্রেরিয়ান সেলিনা আজাদ বিষয়টা খেয়াল করে। সেলিনা আজাদ একজন শহীদ মুক্তিযোদ্ধার সন্তান। বঙ্গবন্ধুর আহ্বানে সাড়া দিয়ে তার বাবা দেশের স্বাধীনতার জন্য যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। তাই বঙ্গবন্ধুকে নিয়ে তার আগ্রহ বরাবরই একটু বেশি। নিশানকে বঙ্গবন্ধু সম্পর্কে জানতে উদ্বুদ্ধ করেন তিনি। এরইমধ্যে নিশানের প্রেমিকা টাকা নিয়ে হাজির হয়। কিন্তু নিশান তাকে জানায় ঘুষ দিয়ে চাকরি নিতে চায় না সে। সেলিনা আজাদ তাকে নতুনভাবে ভাবতে শিখিয়েছেন। বঙ্গবন্ধু যে আদর্শ নিয়ে দেশের জন্য কাজ করেছেন সেই আদর্শের পথে হাঁটতে চায় নিশান। এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে নাটক ‘বজ্রকণ্ঠ’। সাদেক সাব্বিরের রচনায় এটি নির্মাণ করেছেন রোকেয়া প্রাচী। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ইমতিয়াজ বর্ষণ, নিশাত প্রিয়ম, রোকেয়া প্রাচীসহ আরো অনেকে। ‘বজ্রকণ্ঠ’ প্রচারিত হবে মাছরাঙা টেলিভিশনে আগামীকাল রাত ১০.৩০ মিনিটে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App