×

বিনোদন

দিলীপ কুমারের বাংলো ভেঙে হচ্ছে ৯০০ কোটির আবাসন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ আগস্ট ২০২৩, ১২:৫০ পিএম

দিলীপ কুমারের বাংলো ভেঙে হচ্ছে ৯০০ কোটির আবাসন

ছবি: সংগৃহীত

দিলীপ কুমারের বাংলো ভেঙে হচ্ছে ৯০০ কোটির আবাসন

প্রায় দুই বছর আগে মারা যান বলিউডের জনপ্রিয় অভিনেতা দিলীপ কুমার। এরই মধ্রে ভাঙ্গা পড়তে চলেছে তার পালি হিলের বাংলো।

প্রায় ১ দশমিত ৭৫ লাখ বর্গ ফুট এলাকা নিয়ে অবস্থিত এই বাংলো ভেঙে নির্মাণ করা হবে চোখ ধাঁধানো বহুতল ভবন।

১১তলা বিশিষ্ট ভবনটির নিচ তলায় দিলীপ কুমারের নামে একটি সংগ্রহশালা তৈরি করা হবে। যেখানে অভিনেতার ব্যবহৃত পোশাকসহ থাকবে বহু দুর্মূল্য ছবিও। সংগ্রহশালায় আগত অতিথিদের জন্য আলাদা প্রবেশদ্বারও থাকছে।

দীর্ঘ দিন ধরেই অভিনেতার এই পালি হালির বাংলোটি নিয়ে আইনি জটিলতা চলছিল। লিজ সংক্রান্ত মামলা নিয়ে ঝামেলায় জড়ান অভিনেতার স্ত্রী। এই বাংলো বেআইনি ভাবে হাতিয়ে নেওয়ার অভিযোগ এনে সায়রা বানু ২৫০ কোটি টাকার মানহানির মামলা করেন বিল্ডিং নির্মাতা সমীর এন ভোজয়ানির নামে।

১৯৫৪ সালে মুম্বইয়ের অভিজাত পালি হিল এলাকায় বাংলোটি তৈরি করেছিলেন দিলীপ কুমার। তখন জমির দাম ছিল ১.৪ লক্ষ টাকা। তবে এখন আইনি জটিলতা মিটতেই সেই জমি কিনে বহুতল করছে অন্য এক রিয়্যাল এস্টেট সংস্থা। কয়েকশো কোটি টাকায় বিক্রি হল এই জমি। একটা সময় মুম্বইয়ে দর্শনীয় স্থানগুলির মধ্যে অন্যতম ছিল অভিনেতার এই বাংলো।

পরিকল্পনা অনুসারে সব কিছু ঠিক থাকলে ২০২৭ সালের মধ্যে ভবনটির নির্মাণ কাজ সম্পন্ন হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App