×

বিনোদন

‘ইনশাআল্লাহ’ বলে হিন্দুত্ববাদীদের রোষে ইধিকা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২৩, ১০:০৩ পিএম

‘ইনশাআল্লাহ’ বলে হিন্দুত্ববাদীদের রোষে ইধিকা

টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ফাইল ছবি

‘ইনশাআল্লাহ’ বলে হিন্দুত্ববাদীদের রোষে ইধিকা

টিভি ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল। ফাইল ছবি

‘ইনশাআল্লাহ’, ‘বিসমিল্লাহ’ শব্দ যুগল চয়ন করে এবার ভারতের হিন্দুত্ববাদীদের রোষানলে পড়েছেন পশ্চিমবঙ্গের বাংলা ধারাবাহিকের জনপ্রিয় অভিনেত্রী ইধিকা পাল।

বৃহস্পতিবার (৩ আগস্ট) ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের প্রতিবেদনে বিষয়টি উঠে এসেছে।

সম্প্রতি ‘প্রিয়তমা’ ছবিতে ঢালিউডের শীর্ষ নায়ক শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে অভিনয় প্রসঙ্গে এক সাক্ষাৎকারে তিনি বলেন, এখানকার মানুষের আতিথিয়েতা, ভালোবাসা আমাকে মুগ্ধ করেছে। বিশেষ করে তাদের ‘ইনশাআল্লাহ’ ও ‘বিসমিল্লাহ’ শব্দের ব্যবহার তার মনে গেঁথে গেছে।

জনপ্রিয় এই নায়িকা বলেন, বাংলাদেশের মানুষের একটা ব্যাপার আমার ভালো লেগেছে। সেটা হচ্ছে ‘ইনশাআল্লাহ’। সব কিছু ভালো হলে বলে ‘ইনশাআল্লাহ’। ওইটা আমি আমার নিজের কাছে রেখে দিয়েছি। মাঝেমধ্যে কোনো কিছু ভালো হলে আমিও বলে দেই ‘ইনশাআল্লাহ’। আরেকটা হচ্ছে ‘বিসমিল্লাহ’। তারা কোনো কাজ শুরুর আগে এটা ব্যবহার করেন। এই দুটি শব্দ আমি নিজের শব্দভাণ্ডারে যোগ করেছি।

ইধিকার এই মন্তব্য ভাইরাল হওয়ায় রেগে অগ্নিশর্মা কট্টর হিন্দুত্ববাদীরা। তাদের প্রশ্ন, কাজ করেছেন বাংলাদেশে, তাই বলে বাস্তবের জীবনেও এমন কিছু করবেন!

আবার অনেকে প্রশ্ন তুলেছেন, তাদের থেকে তো এটা শিখেছেন, আপনি কী শিখিয়েছেন তাদের?

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App