×

বিনোদন

‘বিস্ট কোয়েক’র রেকর্ড ভাঙলেন টেইলর সুইফট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০১ আগস্ট ২০২৩, ০২:২০ পিএম

‘বিস্ট কোয়েক’র রেকর্ড ভাঙলেন টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

‘বিস্ট কোয়েক’র রেকর্ড ভাঙলেন টেইলর সুইফট

টেইলর সুইফট। ছবি: সংগৃহীত

২০১১ সালে যুক্তরাষ্ট্রের ফুটবল তারকা মার্শন লিঞ্চ সিয়াটেল সিহকসের হয়ে মাঠে নেমেছিলেন। নিউ অরলিন্স সেন্টসের বিরুদ্ধে সেই খেলায় হাজার হাজার ভক্তের উন্মাদনা ভূমিকম্পের কারণ হয়ে দাঁড়িয়েছিল।

২০১১ সালের ওই ঘটনাকে ‘বিস্ট কোয়াক’ নামে অভিহিত করা হয়। যুক্তরাষ্ট্রের সিয়াটলে গত ২২ ও ২৩ জুলাই ছিল টেলর সুইফটের কনসার্ট।

 দুই দিনের কনসার্টে সমাগম হয়েছিল ১ লাখ ৪৪ হাজার ভক্তের। কনসার্টে ভক্তদের চাপ এতই ছিল যে সেটা ভূপৃষ্ঠকে ২ দশমিক ৩ মাত্রায় কাঁপিয়েছিল। ভূকম্পন–বিশেষজ্ঞ ও ওয়েস্টার্ন ওয়াশিংটন ইউনিভার্সিটির ভূতত্ত্বের অধ্যাপক জ্যাকি ক্যাপলান গণমাধ্যমকে বলেন ভক্তদের চাপ অথবা সাউন্ড সিস্টেমের কারণেই এই ভূকম্পন সৃষ্ট হয়েছে।

ওই খেলা ও সুইফটের কনসার্টে করণে সৃষ্ট কম্পনের পার্থক্য মাত্র ০ দশমিক ৩ মাত্রা হলেও এবারের ঘটনায় কম্পন হয়েছে দুবার, এটা খুব শক্তিশালী ছিল, যে কারণে তীব্রতা দ্বিগুণ মনে হয়েছে। কনসার্ট নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করে সুইফট ইনস্টাগ্রামে লিখেছেন, 'সিয়াটলে সত্যিই আমার প্রিয় উইকএন্ডগুলো মধ্যে একটি। উল্লাস, চিল্লানো, লাফানো, নাচ, গান সবকিছুর জন্য আপনাদের ধন্যবাদ।'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App