×

বিনোদন

পরিবার ও বন্ধুদের কৃতজ্ঞতা ম্যাডোনার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ জুলাই ২০২৩, ০৮:৪৫ পিএম

পরিবার ও বন্ধুদের কৃতজ্ঞতা ম্যাডোনার

পপ তারকা ম্যাডোনা

পরিবার ও বন্ধুদের কৃতজ্ঞতা ম্যাডোনার

পপ তারকা ম্যাডোনা

দীর্ঘ এক মাস অসুস্থতার সঙ্গে লড়াই করে যুক্তরাষ্ট্রের পপ তারকা ম্যাডোনার উপলব্ধি হলো, নিজের পরিবার আর বন্ধুদের ভালোবাসাই হল সেরা ওষুধ। জীবন নিয়ে এই উপলব্ধির কথা ম্যাডোনা লিখেছেন তার ইনস্টাগ্রামে। সেখানে ছয় সন্তানের মধ্যে দুই ছেলেমেয়ে রোকো রিচি এবং লর্ডেস লিওনের সঙ্গে নিজের ছবিও পোস্ট করেছেন।

ম্যাডোনা লিখেছেন, ‘একজন মা সন্তানদের প্রয়োজনে পাশে থাকে, এটা চিরন্তন। কিন্তু সেই মা যখন অসুস্থ হয়ে পড়েন, সন্তানদের পাশে পান। আমার সন্তানরা আমার অসুস্থতার সময় কাছে ছিল।’ ‘আমি তাদের মধ্যে আমার জন্য যে উৎকণ্ঠা দেখেছি, তা আগে কখনো দেখিনি। সত্যিই পরিবার এবং বন্ধুদের কাছ থেকে ভালবাসাই সেরা ওষুধ।’ গত ২৬ জুন ম্যাডোনার অসুস্থতার খবর প্রকাশ করেন তার দীর্ঘদিনের ম্যানেজার গাই ওসেরি। ম্যাডোনা কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তার প্রতিও। অসুস্থ থাকার সময় পপ তারকা ম্যাইকেল জ্যাকসনের একটি ছবি ম্যাডোনাকে উপহার দিয়েছিলেন ওসেরি। জ্যাকসনের সেই ছবি হাতে নিজের ছবি পোস্ট করেছেন ম্যাডোনা।ম্যাডোনা লিখেছেন, ওসেরির ওই উপহার পেয়ে তিনি কেঁদে ফেলেছিলেন। ‘আমি বুঝতে পেরেছিলাম যে আমি কতটা ভাগ্যবান। এবং কতটা সৌভাগ্যবান হলে এমন মানুষকে পাশে পায়।’ সেরে ওঠার জন্য ঈশ্ববরকে ধন্যবাদ দিয়ে ম্যাডোনা লিখেছেন, ‘আমাকে আমার অবশিষ্ট কাজ শেষ করার জন্য ঈশ্বর সময় দিয়েছেন।’

গত ২৬ জুন গাই ওসেরি খবর দেন, দুদিন আগে বাড়িতে অচেতন হয়ে পড়েছিলেন ম্যাডোনা। পরে ইনজেকশন দিয়ে তার চেতনা ফেরানো হয়। অবস্থা বেগতিক হওয়ায় পপ তারকাকে নিউ ইয়র্ক সিটির এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকের পরামর্শে তখন ম্যাডোনাকে সরাসরি আইসিইউতে ভর্তি করা হয়। এরপর চিকিৎসকরা জানিয়ে দেন, মারাত্মক ব্যাকটেরিয়া সংক্রমণ হয়েছে তার শরীরে। অবস্থা কিছুটা স্থিতিশীল হলে ২৯ জুন একটি অ্যাম্বুলেন্সে করে ম্যাডোনাকে বাড়িতে নিয়ে যাওয়া হয়। এরপর বাড়িতেই চিকিৎসকদের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলে। কিন্তু বাড়ি ফেরার পর ম্যাডোনার বমির মাত্রা বাড়তে থাকে। ওই পরিস্থিতিতে ভাবা হয়েছিল ফের হাসপাতালে পাঠানো হবে শিল্পীকে। কিন্তু শেষমেশ সামলে ওঠায় বাড়িতে থেকেই ম্যাডোনা চিকিৎসা নেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App