×

বিনোদন

এবার ‘দ্রৌপদী’ রূপে রুক্মিণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জুলাই ২০২৩, ০৭:৩৫ পিএম

এবার ‘দ্রৌপদী’ রূপে রুক্মিণী

ছবি: সংগৃহীত

এবার ‘দ্রৌপদী’ রূপে রুক্মিণী

টালিউড অভিনেত্রী রুক্মিণী মৈত্র ‘নটি বিনোদিনী’র পর এবার আসতে চলেছেন ‘দ্রৌপদী’ রূপে। রাম কমল মুখার্জি ‘নটি বিনোদিনী’র আত্মজীবনীমূলক সিনেমা নির্মাণ করেছেন।

তার ‘বিনোদিনী-একটি নটির উপাখ্যান’ সিনেমাটি মুক্তির অপেক্ষায় আছে। এবার তিনি পৌরাণিক চরিত্র দ্রৌপদীকে পর্দায় নিয়ে আসছেন। রাম কমল দ্রৌপদীর জন্য বেছে নিয়েছেন রুক্মিণীকেই।

সিনেমাটি লেখক প্রতিভা রায়ের ওড়িয়া উপন্যাস ‘যজ্ঞসেনী’ অবলম্বনে নির্মিত হবে। প্রযোজনা করছেন কলকাতার নায়ক দেব অধিকারী ও মুম্বাইয়ের প্রতীক চক্রবর্তী। রুক্মিণী এক বিবৃতিতে জানান, ‘বিনোদিনী’র পর রাম কমলের সঙ্গে আবার যোগ দিতে পেরে আমি দারুণ খুশি।

তিনি আমাকে সব সময় চরিত্রের সঙ্গে স্বাচ্ছন্দ্য বোধ করিয়েছেন, যে চরিত্র পর্দায় তুলে ধরা অত্যন্ত চ্যালেঞ্জিং ছিল।’ এ নায়িকা আরো বলেন, ‘পর্দায় মহাভারত’র অংশ হতে পারা আমার জন্য অনেক বড় সম্মানের।

এটা এমনই এক বিষয়, যা প্রত্যেক ভারতীয়র হৃদয়ের অনেক কাছের। বলার অপেক্ষা রাখে না, বিনোদিনীর পর এটা আমার ক্যারিয়ারের সবচেয়ে চ্যালেঞ্জিং চরিত্র।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App