×

বিনোদন

সবুজ ঢাকার জন্য কনসার্ট

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ জুলাই ২০২৩, ০৫:২৩ পিএম

সবুজ ঢাকার জন্য কনসার্ট

ছবি: সংগৃহীত

সবুজ ঢাকার জন্য কনসার্ট

সম্প্রতি অনির্দিষ্ট সময়ের জন্য আইসিসিবি হলে সব ধরনের কনসার্ট বন্ধ করে দেয় কর্তৃপক্ষ। অতিরিক্ত দর্শক উপস্থিতি ও কিছু অনাকাক্সিক্ষত ঘটনার কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়। তবে এবার দি আলটিমেট রক ফেস্ট ২০২৩-এর জন্য অনুমতি পাওয়া গেছে বলে আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে।

২৮ জুলাই রাজধানীর ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)-এর হল-৪-এ ‘দি আলটিমেট রক ফেস্ট ২০২৩’ আয়োজন করা হয়েছে।

কনসার্টটি আয়োজন করছে দেশের বেসরকারি প্রতিষ্ঠান ওপলি। কনসার্টের স্লোগান হচ্ছে গো গ্রিন ঢাকা সিটি।

আয়োজক সূত্রে, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর দিকগুলো তুলে ধরে তরুণদের মধ্যে সচেতনতামূলক প্রচারই কনসার্টের প্রধান লক্ষ্য।

দেশের জনপ্রিয় আটটি ব্যান্ড দি আলটিমেট রক ফেস্ট ২০২৩ কনসার্টে পারফর্ম করবে। ব্যান্ডগুলো হলো অর্থহীন, ওয়ারফেজ, শিরোনামহীন, অ্যাশেজ, এভয়েড রাফা, ব্লু জিনস, আপেক্ষিক ও এসেইস।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App