×

বিনোদন

এবারো এফডিসিতে কোরবানি দেবেন না পরী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ জুন ২০২৩, ১১:৩৫ পিএম

২০১৬ সালে প্রথমবারের মতো এফডিসিতে কোরবানি দিয়ে সবাইকে চমকে দিয়েছিলেন ঢাকাই সিনেমার চিত্রনায়িকা পরী মণি।

তখন তিনি জানিয়েছিলেন, যতদিন বেঁচে থাকবেন এফডিসিতে কোরবানি দেবেন। চলচ্চিত্রের অসচ্ছ্বল সহশিল্পীদের মাংস বিতরণ করবেন। যেমন কথা তেমন কাজ। এমন কথার ধারাবাহিকতা একটানা ধরে রেখেছিলেন পরী। সর্বশেষ ২০২১ সালে ছয়টি গরু কোরবানি দেন এই নায়িকা। কিন্তু সে বছর এফডিসির ভেতর কোরবানি দেয়ার নিষেধাজ্ঞা থাকায় পরী মণি বাইরে কোরবানি দেন। এর পরের বছর অর্থাৎ দীর্ঘ ছয় বছর পর ২০২২ সালে কেউই বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন করপোরেশনে (বিএফডিসি) কোরবানি দেয়নি।

সহকর্মীদের জন্য একটানা ছয় বছর এফডিসিতে কোরবানি দিয়েছিলেন হালের জনপ্রিয় এই চিত্রনায়িকা। তার এই মানবিক কাজ প্রশংসিত হয়েছে অসংখ্যবার। তবে সে বছর পরী নিজেও কোরবানি দেয়া থেকে বিরত ছিলেন। কি কারণে সে কথা স্পষ্ট করেননি তিনি।

এদিকে, আর কদিন বাদেই ঈদুল আজহা। এবার কোরবানি নিয়ে কী ভাবছেন অভিনেত্রী? এমন প্রশ্নে পরী মণি বলেন, অবশ্যই কোরবানি দেব। তবে এফডিসির জন্য নয়, নিজের পরিবারের জন্য।

পরী মণির কথায় স্পষ্ট, তার মনের ভেতর জমা অনেক চাপা কষ্ট। যে প্রিয় কর্মস্থল এফডিসির জন্য এক ধরনের শপথ নিয়েছিলেন প্রতিবছর কোরবানি দেয়ার সেই জায়গা থেকে কিছু সংখ্যক মানুষের প্রতি ক্ষোভ থাকায় অভিমান করে মুখ ফিরিয়ে নিতে হয়েছে তাকে।

কারণ, ২০২১ সালে পরীকে এফডিসিতে কোরবানি দিতে দেওয়া হয়নি। সেদিন এফডিসিতে প্রবেশে বাধা পেতেও হয়েছিল তাকে। এরপর থেকেই এফডিসির অসচ্ছ্বল সহকর্মীদের জন্য কোরবানি দিচ্ছেন না তিনি। অথচ পরী মণির হাত ধরেই এফডিসিতে কোরবানি দেয়ার রীতি চালু হয়েছিল।

বর্তমানে অভিনয় থেকে দূরে রয়েছেন পরী মণি। সন্তান রাজ্যেকে ঘিরেই তার সব ব্যস্ততা। তবে দাম্পত্য জীবনের টানাপাড়েনের মধ্য দিয়ে যাচ্ছেন পরী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App