×

বিনোদন

রত্না দাসের কণ্ঠে নজরুলের ‘দূর দ্বীপবাসিনী’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ জুন ২০২৩, ০১:৫৮ পিএম

রত্না দাসের কণ্ঠে নজরুলের ‘দূর দ্বীপবাসিনী’

সংগীতশিল্পী রত্না দাস

রত্না দাসের কণ্ঠে নজরুলের ‘দূর দ্বীপবাসিনী’

কাজী নজরুল ইসলামের বিখ‍্যাত গান 'দূর দ্বীপবাসিনী' নতুন আয়োজনে কণ্ঠে তুলেছেন নজরুল সংগীতশিল্পী রত্না দাস। গানটির সংগীতায়োজন করেছেন বিনোদ রায় দাস। সম্প্রতি গানটির একটি ভিডিওচিত্র নির্মাণ করে প্রকাশিত হয়েছে রত্না দাসের ইউটিউব চ‍্যানেলে। ভিডিওটি নির্মিত হয়েছে স্টুডিও বাংলা ঢোলের আয়োজনে।

শিল্পী রত্না দাস বলেন, 'আমার ইউটিউব চ্যানেল থেকে প্রকাশিত হয়েছে কাজী নজরুলের বহুলশ্রুত ‘দূর দ্বীপবাসিনী’ গানটির মিউজিক ভিডিও। কবির পূণ্যস্মৃতির প্রতি এ আমার আনত প্রণতি। আমরা যেনো কোনভাবেই কবিকে জন্ম ও মৃত্যু দিবস কেন্দ্রিক না করি। কবির চর্চা হোক প্রাত্যহিক। তার ঐশ্বর্য ধারণ করে যেন আমরা সত্যিকারের মানুষ হই।

উল্লেখ্য, সব ধরনের গান শিখলেও নজরুল সংগীতের প্রতি তীব্র ভালোবাসা থেকে তিনি ঢাকায় এসে ভর্তি হন ছায়ানটে। এছাড়া ভারতের পশ্চিমবঙ্গের কলকাতা থেকে বাংলা সাহিত্যের ‘পঞ্চকবি’ ও ‘তিনকবি’-এর গানের দীক্ষাও নিয়েছেন তিনি। গান শিখেছেন নীলুফার ইয়াসমিন, মানসকুমার দাস, সুধীন দাস, সুমন চৌধুরীর মতো শিল্পীদের কাছ থেকে। বর্তমানে নজরুলকে আঁকড়ে রেখে এগিয়ে যাচ্ছেন এ শিল্পী, কাটাচ্ছেন নজরুলময় জীবন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App