×

বিনোদন

নায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৫:০৭ পিএম

নায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক

ছবি: সংগৃহীত

নায়ক ফারুকের মৃত্যুতে তারকাদের শোক

ছবি: সংগৃহীত

নায়ক ফারুকের মৃত্যুর খবরে রুপালি জগতে শোক নেমে এসেছে। তারকাদের অনেকেই ফেইসবুকে লেখেন শোকবার্তা। প্রায় চার দশক সিনেমাপ্রেমীদের মাতিয়ে রেখে পৃথিবীর মায়া কাটালেন চিত্রনায়ক ফারুক। এই অভিনেতার মৃত্যুতে শোকার্ত রুপালী পর্দার জগতও। বহুদিন ধরে নানা অসুস্থতায় ভুগতে থাকা ফারুক আজ সোমবার সকাল ৮টা ৩০ মিনিটে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।

ঢালিউড সুপারস্টার শাকিব খান সোশ্যাল মিডিয়ায় লিখেছেন ‘চলে গেলেন আমাদের প্রিয় মিঁয়া ভাই (আকবর পাঠান ফারুক)। যতদিন তিনি সুস্থ সবল ছিলেন, ততদিন আমাকে স্নেহে আগলে রেখেছিলেন। আমার যে কোনো ভালো কাজ এবং ছবির পোস্টার কিংবা ট্রেলার রিলিজ দেখে তিনি নিজ থেকে অ্যাপ্রিসিয়েট করে গর্বিত হতেন। আমার কাছে শ্রদ্ধাভাজন এই মানুষটি ছিলেন চলচ্চিত্র অঙ্গনে প্রাজ্ঞজনদের একজন। কাজে কিংবা কাজের বাইরে এই মহান মানুষটির সাথে আমার অসংখ্য স্মৃতি। তার প্রয়াণে প্রিয় অভিনেতা হারানোর পাশাপাশি একজন অভিভাবক হারানোর শোক অনুভব করছি। ওপারে অনেক শান্তিতে থাকবেন।’

চিত্রনায়িকা পূর্ণিমা লেখেন, ‘আজ সকাল ৮:৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের 'মিয়াভাই' খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান-বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই।

অভিনেতা চঞ্চল চৌধুরী লেখেন, ‘বিদায় নায়ক ফারুক। বিনম্র শ্রদ্ধা। আপনার আত্মার শান্তি হোক।’

অভিনেতা মিশা সওদাগরের শোকবার্তা ছিল এমন, ‘বিদায় মিয়াভাই’। আজ সকাল ৮:৩০ মিনিটে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের ‘মিয়াভাই’ খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ও ঢাকা ১৭ (গুলশান-বনানী) আসনের মাননীয় সংসদ সদস্য আকবর হোসেন পাঠান (ফারুক) ভাই ।’

চিত্রনায়ক অনন্ত জলিল লিখেছেন, ‘প্রায় পাঁচ দশক ঢালিউডে অবদান রাখা ঢাকাই সিনেমার কিংবদন্তি চিত্রনায়ক ও ঢাকা-১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক (আমাদের ফারুক ভাই)। এই র্কীতিমান মহান মানুষটির প্রয়াণে গভীর শোক ও বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছি এবং তার শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।’

‘আল্লাহ আমাদের লিজেন্ড ফারুক ভাইকে জান্নাত নসিব করুন। আমিন’। এমন কামনা করে পোস্ট দিয়েছেন চিত্রনায়ক ওমর সানী

অভিনেত্রী তারিন জাহান লেখেন, ‘দীর্ঘদিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে আজ ঘণ্টা দুয়েক আগে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে চলে গেলেন বাংলা চলচ্চিত্রের মিয়াভাই খ্যাত নায়ক, বীর মুক্তিযোদ্ধা ঢাকা ১৭ আসনের সংসদ সদস্য আকবর হোসেন পাঠান ফারুক ভাই।’ বিজরী বরকতউল্লাহ লেখেন, ‘কিংবদন্তী চলচ্চিত্র অভিনেতা ও বীর মুক্তিযোদ্ধা নায়ক ফারুক সিংগাপুর মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। আল্লাহ তার সকল গুনাহ মাফ করে জান্নাত দান করুন, আমিন।’

সংগীতশিল্পী দিনাত জাহান লেখেন, ‘চিত্রনায়ক ফারুক চলে গেলেন। এ যেনো একটা অধ্যায়ের পরিসমাপ্তি। জানিনা কেনো এতো কষ্ট হচ্ছে একজন নায়কের জন্য। একেই বলে নায়ক- যার প্রস্থানে ভক্তদের চোখ ভেসে যায়।’

শাহনাজ খুশি লেখেন, ‘শোক এবং শ্রদ্ধা। না ফেরার দেশে, সবার নায়ক ফারুক।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App