×

বিনোদন

ফারুক ভাই আমার কাছে স্মৃতির বিরাট সমুদ্র

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মে ২০২৩, ০৪:৫৬ পিএম

ফারুক ভাই আমার কাছে স্মৃতির বিরাট সমুদ্র

ছবি: সংগৃহীত

ফারুক ভাই আমার কাছে স্মৃতির বিরাট সমুদ্র

ছবি: সংগৃহীত

ফারুক ভাই আমার কাছে স্মৃতির বিরাট সমুদ্র

ছবি: সংগৃহীত

ফারুকের মৃত্যুতে ভেঙে পড়েছেন চিত্রনায়িকা রোজিনা। বিষণ্নতার ভার গলার স্বরে। রোজিনা গণমাধ্যমে বলেন, ‘ফারুক ভাই আমার কাছে স্মৃতির এক বিরাট সমুদ্র। অফুরন্ত সময় নিয়ে বললেও হয়তো সব কথা বলে শেষ করতে পারব না। তার সঙ্গে কাজ করে নায়ক দেখেছি, একজন ভাইকে দেখেছি, বন্ধুকে দেখেছি। তিনি সবকিছুর মধ্যেই নিজেকে অনন্য করে তুলতে পারতেন।’

প্রায় ২০টিরও বেশি সিনেমায় অভিনয় করেছেন তিনি ফারুকের সঙ্গে। তার মধ্যে হাসু আমার হাসু, মান অভিমান, সুখের সংসার, সাহেব, শেষ পরিচয়সহ অনেক সিনেমা।

[caption id="attachment_430753" align="alignnone" width="1420"] ছবি: সংগৃহীত[/caption]

ফারুকের সঙ্গে রোজিনার প্রথম সিনেমা ‘চোখের মণি’। সেই ছবির স্মৃতিচারণ করে তিনি বলেন, ‘সে ছবিতে শাবানাও ছিলেন। তখন আমি একদম নতুন। ছোট্ট একটা মেয়ে। মানিকগঞ্জে শুটিং করেছিলাম। কনকনে ঠান্ডা। শীতে কাঁপছিলাম। ফারুক ভাই এগিয়ে এসে তার পরনের চাদরটা আমাকে দিলেন। সবাইকে ধমকালেন, ‘বাচ্চা মেয়েটা শীতে কাঁপছে, কেউ দেখছ না কেন?’ তিনি আমাকে তুই তুই করে বলতেন। প্রথম সিনেমাতেই তাকে খুব আপন মনে হলো। আমাদের অনেক দুষ্টামি হতো। খাবার নিয়ে ঝগড়া করেছি। থাকার জায়গা নিয়ে ঝগড়া করতাম। আমাদের কেমিস্ট্রিটা জমে গিয়েছিল এভাবে সিনেমায়। দর্শক আমাদের জুটি লুফে নিয়েছিল। যখন যে ছবি করেছি সুপারহিট হয়েছে। অনেক গান আছে আমাদের রোমান্টিক।’

শেষে যোগ করেন এ নায়িকা, ‘দোয়া করি ফারুক ভাইকে আল্লাহ জান্নাতবাসী করুন। তিনি চিরকাল আমার কাছে সেরা নায়ক, ভাই ও বন্ধু হয়ে থাকবেন।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App