×

বিনোদন

আজ থেকে ২দিন রংপুরে চলবে ‘সাঁতাও’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ এপ্রিল ২০২৩, ১১:১৬ এএম

আজ থেকে ২দিন রংপুরে চলবে ‘সাঁতাও’

ফাইল ছবি

আজ থেকে ২দিন রংপুরে চলবে ‘সাঁতাও’

রংপুরের আঞ্চলিক ভাষায় নির্মিত বাংলা চলচ্চিত্র ‘সাঁতাও’ আজ থেকে দু‘দিনব্যাপী প্রদর্শন করা হবে স্থানীয় শিল্পকলা একাডেমিতে। শুক্রবার (২৮ এপ্রিল) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ছবিটির নির্মাতা খন্দকার সুমন।

তিনি জানান, এই খবরে ব্যাপক সাড়া পড়েছে রংপুর নগরজুড়ে। বছরের কার্তিক মাসের কোনো কোনো সময় টানা সাতদিন ধরে ঝড়-বৃষ্টি চলে। বাড়ির বাইরে বের হওয়া দুষ্কর হয়ে পড়ায় অভাবে ওই সময় প্রান্তিক পরিবারে নানা সংকট দেখা দেয়। বৃষ্টির সঙ্গে বাতাস মূলত ঠিক মৌসুমের আগে শীতের আবহ তৈরি করে। রংপুরের আঞ্চলিক ভাষায় এই সময়টাকে বলা হয় সাঁতাও। এই সাঁতাওয়ের আবহ এখন ঠিক ততটা না থাকলেও ওই সময়ে প্রান্তিক জনগোষ্ঠীর অভাব-দুর্ভোগসহ মাটির ঘ্রাণ ও এদেশের মানুষের যাপিত জীবনের সন্ধান মিলবে ‘সাঁতাও’ ছবিতে।

চলতি বছরের ২৭ জানুয়ারি মুক্তি পাওয়া সাঁতাও ছবিটি নির্মাণ করেছেন খন্দকার সুমন। ছবিতে তুলে আনা হয়েছে এমন এক জনপদের চিত্র, যেখানে জীবন চলছে সরলরেখায়। সেখানে পায়ে পায়ে মিশে আছে অভাব-অনটন। সেই অভাবের মলিনতাকে মানুষ জয় করেছে উৎসবের উজ্জ্বলতা দিয়ে।

‘সাঁতাও’ তৈরি হয়েছে গণ-অর্থায়নে। অর্থাৎ এর প্রযোজক এক-দুজন নয়, হাজার হাজার মানুষের ক্ষুদ্র ক্ষুদ্র আর্থিক অবদানে ছবিটি তৈরি করেছেন খন্দকার সুমন। দেশের ছবির ইতিহাসে এটা অবশ্যই গুরুত্বপূর্ণ একটি ঘটনা হয়ে থাকবে।

রংপুরের নদীপারের গল্পনির্ভর এই ছবিটি মুক্তি পাওয়ার পরই চলছিল স্থানীয় শাপলা টকিজে। আঞ্চলিক ভাষায় নির্মিত সাঁতাও দেখতে দীর্ঘদিন পর হলে ভিড় করেছেন হাজারো দর্শক।

কবি সফুরা খাতুন বলেন, হলে দর্শক আসবে না এমনটা নয়। তবে দেখার মতো ছবি হতে হবে। যার প্রমাণ হলো ‘সাঁতাও’। কবি এসএম সাথী বেগম বলেন, রংপুরের নির্মাতা, রংপুরেই চিত্রায়ন আর এখানকার আঞ্চলিক ভাষায় নির্মিত সাঁতাও। এর আগাগোড়া দারুণ উপভোগ্য। একই ধরণের কথা জানান শিক্ষক সাহিনা খাতুন। তিনি বলেন, বর্তমান সময়ে সবকিছুতে মেকি মনে হয়। নিখাঁদ ভালোবাসা, ঘর-সংসার, অভাব-অনটনসহ প্রান্তিক জনগোষ্ঠীর জীবনের বাস্তব চিত্র ফুটে উঠছে সাঁতাওয়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App