×

বিনোদন

মুক্তির প্রথম দিন এ কেমন ‘লিডারগিরি’ ঢালিউড-কিংয়ের?

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৩, ১২:৩০ এএম

তখনও বিকেলের শো ভাঙেনি। রাজধানীর ঐতিহ্যবাহী প্রেক্ষাগৃহ মধুমিতার সামনে লম্বা লাইন। প্রেক্ষাগৃহের নাক বরাবর সাঁটানো ‘লিডার, আমিই বাংলাদেশ’ ছবির পোস্টার। এবারের ঈদে এই ছবিটিই সর্বাধিক হলে মুক্তি পেয়েছে। বিপরীতে অন্য সাতটি ছবি হল সংখ্যায় এর ধারেকাছেও নেই। মধুমিতার সামনের লম্বা লাইন দেখেও আঁচ করা গেল কতটা দর্শক টানছে লিডার।

ভেতরে প্রবেশ করেও বিকেলের শোয়ের যে দর্শক দেখা গেল সেটাও চোখে পড়ার মতই। তবে নিরেট দর্শক সংখ্যার কথা জানা গেল না। মধুমিতা কর্ণধার ইফতেখার উদ্দিন নওশান বললেন, অনেক দিন পর মধুমিতায় এমন দর্শক দেখা গেল। প্রথম দিনের দর্শক সমাগমে আমরা খুশি। দিনের তিনটি শো সেমি হাউজফুল গেলেও আমরা প্রত্যাশা করছি সন্ধ্যার শোটা হাউজফুল যাবে। তবে প্রথম দিনের যে সেল তাকে আমরা খুশিই বলতে পারি।

সঙ্গত কারণে প্রথম দিনের বিক্রি কত সেটাও জানাতে চাইলেন না নওশাদ। এড়িয়ে গিয়ে বললেন, ছবিটি ঈদের মতো উৎসবেরই ছবি। এর দর্শক সবাই তরুণ প্রজন্ম। আমরা আশা করছি আগামী কয়েকদিনে আরো দর্শক পাবে।

ঈদে মুক্তি পাওয়া আটটি ছবির মধ্যে সর্বাধিক হল পাওয়া ছবি ‘লিডার, ‌আমিই বাংলাদেশ’। তপু খান পরিচালিত ছবিটি সিনেপ্লেক্সসহ মোট ১০০টি বড় বড় প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে মুক্তির প্রথম দিনেই হলে প্রেক্ষাগৃহে ঘুরছেন ছবিটির পরিচালক তপু খান। সকাল থেকে রাজধানীর চিত্রা, গীত ও মধুমিতা দর্শন শেষ তার। তিনি জানালেন, রাজধানীর প্রায় হল থেকেই হাউজফুলের খবর আসছে। সাভারের সেনা অডিটোরিয়াম, সৈনিকক্লাব চিত্রাসহ সবখানেই হাউজফুল। এখন মধুমিতায় আছি। সামনের দৃশ্য দেখে তো মনে হচ্ছে এখানেও হাউজফুল যাচ্ছে।

পরিচালক জানালেন ঢাকার বাইরের হলগুলোতেও পাচ্ছে প্রত্যাশিত দর্শক পাচ্ছে ছবিটি। সিলেটের বেশ কয়েকটি হলের ভিডিও ইতোমধ্যে ভাইরাল হয়ে পড়েছে।

প্রতিবাদ, সাধারণ মানুষের মধ্যে জাগরণ, অনিয়ম আর সামাজিক সচেতনার গল্পে নির্মিত ‘লিডার আমিই বাংলাদেশ’ সরেজমিনে গিয়ে দেখা যায় রাজধানীর গীত সিনেমা হলে ১২টার শোতে দেড়শ’ এর মতো দর্শক পেয়েছে ছবিটি। আর তিনটার শোতে ছিল একশ’র মতো।

তবে প্রেক্ষাগৃহের ব্যবস্থাপক মো.কাজল দর্শক সংখ্যার কথা জানাতে চাইলেন না। শুধু বললেন, ছবিটি ভালো যাচ্ছে। সন্ধ্যার শো, হাউজফুল যাবে বলে ধারণা করছি।

গত ঈদুল ফিতরে মুক্তি পেয়েছিল শাকিব খান অভিনীত ‘গলুই’। এরপর দেশের শীর্ষ এই নায়কের কোনো ছবি মুক্তি পায়নি। ব্যক্তিগত নানা ঘটনা আর রটনা নিয়েই থাকতে হয়েছে এই নায়কের ভক্তদের। এক বছরের বেশি সময় পর নতুন ছবি মুক্তি পাওয়া নায়কের অনুসারীদের মধ্যে ঈদ আরো রঙিন হয়ে ধরা দিয়েছে যেন।

সিনেমাটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। সামাজিক সচেতনার গল্পের সিনেমাটিতে শাকিব খানের বিপরীতে অভিনয় করেছেন শবনম বুবলী। এছাড়া আরও আছেন মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিম, সুব্রত, সমু চৌধুরী, মাসুম বাশার, মিলি বাশার, প্রীতি, রিমু রেজা খন্দকার, সীমান্ত প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App