×

বিনোদন

বাবা-ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়াটা আনন্দের: বেলাল খান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৩, ০৫:৪২ পিএম

বাবা-ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়াটা আনন্দের: বেলাল খান
বাবা-ছেলেকে নিয়ে ঈদের নামাজ পড়াটা আনন্দের: বেলাল খান

ছবি: সংগৃহীত

ঈদের আগে শুটিং নিয়ে মহাব্যস্ত থাকেন তারকারা। ঈদ এলে তাদের একটু অবসর জোটে। সে ফাঁকে একেজন একেক রকম পরিকল্পনা সাজান। তারকারা কে কোথায় ঈদ কাটাবেন, কীভাবে কাটাবেন, কী কী কেনাকাটা করলেন- এসব নিয়ে ভক্তদের থাকে বাড়তি আগ্রহ। বেলাল খানের এবারের ঈদের পরিকল্পনার খোঁজ দিচ্ছেন সোহানুর রহমান সোহাগ।

আমি প্রতিবছর আমার গ্রামের বাড়ি টাঙ্গাইলে ঈদ করি। এবারো পরিবারের সবার সঙ্গে সেখানে থাকব। ঈদের পুরো সময়টাই পরিবারকে সময় দেব। ঈদের দুদিন পর কাতার যাব প্রবাসী বাংলাদেশিদের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠানে গান শোনাতে। আমার বাবা, আমার ছেলেসহ ঈদের মাঠে নামাজ আদায় করতে যাওয়াটা আমার খুবই জন্য আনন্দের। বাকি সময়টুকু পরিবার ও বন্ধুদের সঙ্গেই কাটাব।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App