×

বিনোদন

চঞ্চল-শাওনের কণ্ঠে আসছে আরো একটি গান

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৩, ০৪:২৮ পিএম

চঞ্চল-শাওনের কণ্ঠে আসছে আরো একটি গান

ছবি: সংগৃহীত

চঞ্চল-শাওনের কণ্ঠে আসছে আরো একটি গান

দেশের দুই তারকা চঞ্চল চৌধুরী ও মেহের আফরোজ শাওন। তারা অভিনয় করেন, সেটা সবারই জানা। কিন্তু তারা অভিনয়ের পাশাপাশি গানের জগতেও বেশ সুনাম কুড়িয়েছেন। আর সে খবরও সবার এখন জানা।

সম্প্রতি ৪৫ বছরের পুরনো গান নতুনভাবে গেয়েছেন চঞ্চল-শাওন। প্রখ্যাত গীতিকবি ও চলচ্চিত্রকার গাজী মাজহারুল আনোয়ারের লেখা জনপ্রিয় ‘ঢাকা শহর আইসা আমার আশা ফুরাইছে’ শিরোনামের গানটির নতুন আয়োজনে কণ্ঠ দিয়েছেন তারা। এবারের গানটিতে নতুন করে সংগীতায়োজন করেছেন ইমন সাহা।

জানা গেছে, ১৯৭৮ সালের ২৯ সেপ্টেম্বর মুত্তিপ্রাপ্ত এবং আজিজুর রহমানের নির্মিত রাজ্জাক ও অঞ্জনা অভিনীত ‘অশিক্ষিত’ সিনেমার গান এটি। সে সময় সত্য সাহার সুর ও সংগীতে কণ্ঠ দিয়েছিলেন শাম্মী আখতার ও খন্দকার ফারুক আহমেদ। এ প্রসঙ্গে চঞ্চল চৌধুরী বলেন, ‘আগের প্রজন্মের এবং বর্তমান প্রজন্মের মধ্যে একটি যোগসূত্র তৈরি করে দেয়ার জন্যই গানটি গাওয়ার চেষ্টা করেছি।

আশা করছি শ্রোতা-দর্শকদের গানটি ভালো লাগবে।’ ‘আইপিডিসি আমাদের গান ট্রিবিউট টু গাজী মাজহারুল আনোয়ার’ শিরোনামে একটি প্রজেক্টের অধীনে গানটি তৈরি হয়েছে। আসন্ন ঈদুল ফিতরের চাঁদ রাতে এটি প্রকাশ করা হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App