×

বিনোদন

স্বামী সৌভাগ্যের প্রতীক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ এপ্রিল ২০২৩, ১২:০৬ পিএম

স্বামী সৌভাগ্যের প্রতীক

ইয়ামি গৌতম

সম্প্রতি নেটফ্লিক্সে থ্রিলারধর্মী ছবি ‘চোর নিকাল কে ভাগা’ মুক্তির পর থেকেই দর্শক–সমালোচকের প্রশংসা পাচ্ছেন ইয়ামি গৌতম ও সানি কৌশল। চারদিকে ইয়ামির যেন জয়জয়কার। এর আগে ‘লস্ট’ ছবিতেও প্রশংসা কুড়িয়েছিলেন এ অভিনেত্রী।

অনিরুদ্ধ রায়চৌধুরীর এই থ্রিলার ছবিটিও ওটিটিতে মুক্তি পেয়েছিল। এই নিয়ে ওটিটিতে ইয়ামির পাঁচটি ছবি মুক্তি পেল। বছর দুই আগে পরিচালক আদিত্য ধরকে বিয়ে করেন ইয়ামি। তিনি মনে করেন বিয়ের পর তার ভাগ্য অনেকটাই ঘুরে গেছে। সাধারণত স্ত্রীরা স্বামীদের ভাগ্য ফেরায়। কিন্তু ইয়ামির ক্ষেত্রে উল্টোটা হয়েছে বলে তিনি জানান।

এই বলিউড নায়িকা বলেন, ‘আমার স্বামী আমার সৌভাগ্য কবচ। সত্যি বলতে, ও আসার পর আমার ভেতরে অনেক বদল এসেছে। আমার ভেতরে একটা ভয় ছিল, ওর কারণেই সেটা দূর হয়েছে। ভালো হবে, না মন্দ হবে- এখন ভাবি না। আর তাই নিজেকে সিস্টেমের বাইরে বের করে আনতে পেরেছি। শুধু নিজের কাজ সততার সঙ্গে করে যাই। এই সফরে আমার পরিবার আমার সবচেয়ে বড় ইমোশনাল সাপোর্ট ছিল। এই সমর্থন যদি না থাকত, তাহলে আমি হয়তো এই ইন্ডাস্ট্রিতে টিকে থাকতে পারতাম না।’

দীর্ঘদিন রুপালি পর্দা থেকে দূরে থাকা ইয়ামি গৌতম সম্প্রতি এক আলাপচারিতার বলেন, নিজেকে নিশ্চয় বড় পর্দায় দেখতে চাই। এটা অস্বীকার করছি না। একজন শিল্পী হিসেবে চাইব বড় পর্দায় ছবি মুক্তি পাক। কিন্তু এখন সময় বদলেছে। ছবি কোথায় মুক্তি পাবে, সিদ্ধান্ত নেয়ার অধিকার একমাত্র নির্মাতাদেরই থাকে। কোথায় ভালো আয় হবে, এ ব্যাপারে তারা সবার আগে ভাবনাচিন্তা করেন।

এ প্রসঙ্গে তিনি আরও বলেন, আগেকার দিনের নির্মাতারা কট্টর সিনেমাপ্রেমী ছিলেন। একটা ছবি নির্মাণের জন্য নিজেদের বাড়ি পর্যন্ত বিক্রি করে দিতেন। কিন্তু এখন সবকিছু বদলে গেছে। তবে ওটিটিতে ছবি মুক্তি পেলে অনেক বেশিসংখ্যক মানুষ তা দেখতে পারেন।

ইয়ামির বলিউডে অভিষেক হয়েছিল ১০ বছর আগে। এই ১০ বছরে তাঁকে সব সময় নতুন নতুন চরিত্রে অভিনয় করতে দেখা গেছে।

প্রতিটি ছবিতে নিজেকে নতুন মোড়কে পর্দায় তুলে ধরার প্রসঙ্গে ইয়ামি জানান, আমি সিস্টেমের সঙ্গে তাল মিলিয়ে চলিনি। অনেক সময় মানুষ নিজের প্রতিভার কথা ভুলে সিস্টেমের সঙ্গে চলেন। এই প্রথার বাইরে হাঁটা আমার জন্য নিশ্চয় কঠিন ছিল। ধৈর্য ধরেছি। ক্রমাগত ভালো চিত্রনাট্য ও চরিত্রের খোঁজ করেছি। প্রথম হিন্দি ছবি “ভিকি ডোনার” মুক্তির সময় আমার কোনো ভাবমূর্তি তৈরি হয়নি। কিন্তু নিজের ভাবমূর্তি গড়ার অত্যন্ত প্রয়োজন ছিল। তখন মনে মনে ভেবেছিলাম, আমাকে অন্য রকম কিছু একটা করতে হবে। “উরি” আর “বালা” এই ছবি দুটি আমাকে এ ব্যাপারে সাহায্য করেছিল। বুঝে গিয়েছিলাম যে আমার কী করা উচিত।

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিতে ইয়ামির সহঅভিনেতা ছিলেন ভিকি কৌশল। আর ‘চোর নিকাল কে ভাগা’ ছবিতে তার বিপরীতে আছেন ভিকির ভাই সানি কৌশল। দুই ভাই প্রসঙ্গে ইয়ামি বলেন, দুই ভাই–ই অত্যন্ত বুদ্ধিমান ও সিরিয়াস। দুজনই সহঅভিনেতা হিসেবে দারুণ। তারা অভিনেতা হিসেবে নিরাপত্তাহীনতায় ভোগে না। ভালো অভিনেতা আবার সিকিউর-এটা খুব কমই দেখা যায়। আর দুই ভাই-ই পাঞ্জাবি সংগীতের বড় অনুরাগী।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App