×

বিনোদন

নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৩, ১০:৫৫ এএম

নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি

ছবি: সংগৃহীত

নতুন পরিচয়ে জ্যোতিকা জ্যোতি

অভিনেত্রী জ্যোতিকা জ্যোতি এবার নতুন পরিচয়ে নিজেকে মেলে ধরবেন। পালন করবেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালকের দায়িত্ব।

১৩ মার্চ জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে বিষয়টি জানা গেল। তাতে বলা হয়, চুক্তিভিত্তিক দুই বছরের জন্য তাকে একাডেমির পরিচালক পদে নিয়োগ দেয়া হয়েছে। এই পদে যোগদানের ক্ষেত্রে জ্যোতিকে একটি শর্তও মানতে হবে। তা হলো অন্য কোনো প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে যদি যুক্ত থাকেন, সেটা পরিত্যাগ করতে হবে।

এছাড়া অন্যান্য শর্ত ও নিয়মাবলি চুক্তিপত্র অনুযায়ী নির্ধারিত হবে। বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে একজন মহাপরিচালক থাকেন। বর্তমানে এ পদে রয়েছেন লিয়াকত আলী লাকী। পরিচালক পদে থাকেন চারজন। আগামী দুই বছরের জন্য এই চারজনের একজন হিসেবে কাজ করবেন জ্যোতি।

শিল্পকলা একাডেমির ওয়েবসাইট থেকে জানা গেল, বর্তমানে প্রতিষ্ঠানটির পরিচালকের দায়িত্ব রয়েছেন সৈয়দা মাহবুবা করিম (চারুকলা), কাজী আফতাব উদ্দিন হাবলু (সংগীত, নৃত্য ও আবৃত্তি), সোহাইলা আফসানা ইকো (প্রযোজনা) ও খন্দকার রেজাউল হাশেম (প্রশিক্ষণ)।

জ্যোতিকা জ্যোতির ক্যারিয়ার শুরু হয় ২০০৪ সালে একটি সুন্দরী প্রতিযোগিতার মাধ্যমে। এরপর নিজেকে অভিনেত্রী হিসেবে টিভি নাটক ও সিনেমায় তুলে ধরেছেন। তার অভিনীত কয়েকটি ছবি হলো- ‘আয়না’, ‘নন্দিত নরকে’, ‘জীবনঢুলি, ‘অনিল বাগচীর একদিন’, ‘মায়া: দ্য লস্ট মাদার’ ইত্যাদি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App