×

বিনোদন

মিথ্যা তথ্য না ছড়াতে বিশ্বজিতের পরিবারের অনুরোধ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৪ ফেব্রুয়ারি ২০২৩, ১২:৫২ পিএম

মিথ্যা তথ্য না ছড়াতে বিশ্বজিতের পরিবারের অনুরোধ

নিবিড় ও তার চাচা অভিজিৎ বিশ্বজিত। ছবি: সংগৃহীত

মিথ্যা তথ্য না ছড়াতে বিশ্বজিতের পরিবারের অনুরোধ

কানাডায় সড়ক দুর্ঘটনায় আহত হয়ে আইসিইউতে চিকিৎসাধীন রয়েছেন সংগীতশিল্পী কুমার বিশ্বজিতের একমাত্র ছেলে নিবিড় কুমার। একই দুর্ঘটনায় নিহত হন নিবিড় কুমারের তিন বন্ধু শাহরিয়ার খান, অ্যাঞ্জেলা বাড়ৈ ও আরিয়ান দীপ্ত।

এ ঘটার পর থেকেই কিছু তথ্য ছড়ানো হচ্ছে সামাজিক মাধ্যমে। বলা হচ্ছে- নিবিড়ের গাড়ি চালানোর অনুমতি ছিল না। তার কোনো লাইসেন্স ছিল না। কোমায় থাকা নিবিড়কে নিয়ে এ ধরনের আলোচনা কুমার বিশ্বজিতের পরিবার পর্যন্ত পৌঁছেছে। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নিবিড়ের চাচা অভিজিৎ দে। তিনি জানিয়েছেন, নিবিড়ের গাড়ির চালানোর লাইসেন্স ছিল এবং সেটার মেয়াদও ছিল। প্রমাণস্বরূপ নিবিড়ের ড্রাইভিং লাইসেন্সের ছবিও প্রকাশ করেছেন তিনি।

ফেসবুকে অভিজিৎ লিখেছেন, জীবনের এই ক্রান্তিকালে আমাদের পরিবারের সঙ্গে কী ঘটছে তা নিয়ে আজ কিছু কথা বলতে চাই। আমাদের নিবিড় একটি ভয়াবহ দুর্ঘটনায় আহত হয়ে টরন্টোর সেন্ট মাইকেল হাসপাতালে মৃত্যুর সঙ্গে লড়াই করছে। ওই দুর্ঘটনায় সে তার তিনজন ভালো বন্ধু হারিয়েছে; আমাদের স্নেহের আরিয়ান, শ্রেয়া ও মাহির চাচ্চু। নিবিড়ের বিরুদ্ধে কিছু মিথ্যা তথ্য ও অভিযোগ আনা হয়েছে যা আমাদের হতবাক করেছে। অভিযোগগুলো তার ড্রাইভিং লাইসেন্স, নিবন্ধন ও যানবাহন বীমা সম্পর্কিত। আজ আমরা ওপিপি অফিসার (অন্টারিও প্রাদেশিক পুলিশ কর্মকর্তা) মার্কের সঙ্গে একটি মিটিং করেছি। তিনি জানিয়েছেন যে, নিবিড়ের লাইসেন্স, নিবন্ধন ও বীমা বৈধ। এখন আমার কথা হচ্ছে, আপনারা কেন তদন্ত চলমান বিষয়টি নিয়ে মিথ্যা খবর ছড়াচ্ছেন?’

অভিজিৎ আরও লিখেছেন, ‘আমি জানি যে বাংলাদেশের মিডিয়া ও জনগণ কানাডার নিয়ম-কানুন সম্পর্কে অবগত না। তবে যারা কানাডায় বসবাস করছেন তাদের সকলের জানা উচিত যে এখানে প্রয়োজনীয় কাগজপত্র ছাড়া কাউকে রাস্তায় চলতে দেওয়া হয় না। তাই তদন্ত চলাকালীন, কোনো রায় না দেওয়া পর্যন্ত বিভ্রান্ত না হয়ে এই ভয়াবহ পরিস্থিতিতে আমাদের পরিবারের সঙ্গে থাকার জন্য আপনাদের অনুরোধ করছি।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App