×

বিনোদন

কলকাতায়ও চলে না হিন্দি সিনেমা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ জানুয়ারি ২০২৩, ১২:৩৮ এএম

কলকাতায়ও চলে না হিন্দি সিনেমা

বাপ্পারাজ

কলকাতায়ও চলে না হিন্দি সিনেমা

বাপ্পারাজ

কলকাতার শিল্পীরাও হিন্দি সিনেমা চালাতে চান না- এমনই উদাহরণ টেনেছেন নায়ক রাজ রাজ্জাকের ছেলে বাপ্পারাজ। মন্তব্য করেছেন, ‘হিন্দি ছবি আমদানি করে ১০ পার্সেন্ট (শতাংশ) নিয়ে শিল্পী সমিতি কী করবে? তাদের এতই করুণ অবস্থা যে হিন্দি সিনেমার লাভ নিয়ে চলতে হবে?’

তিনি বলেন, ‘হিন্দি ছবি আমদানি করলে চলচ্চিত্রের (সিনেমার) নেতা-নেত্রীরা লাভবান হবে, তাছাড়া তো আর কাউকে লাভবান হওয়া দেখছি না।’ রবিবার (২৯ জানুয়ারি) দুপুরে সম্প্রতি হিন্দি সিনেমার আমদানি বিষয়ে চলচ্চিত্র শিল্পী সমিতির দাবির পরিপ্রেক্ষিতে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন তিনি।

ভারতে বাংলাদেশের সিনেমা যাচ্ছে না কেন- এমন প্রশ্ন রেখে বাপ্পারাজ বলেন, ‘আমরা ছোট ইন্ডাস্ট্রিতে কাজ করি। আমাদের একটা ছোট ইন্ডাস্ট্রি, আমাদের ওভারসিজ মার্কেট নেই। ভারতের তো ১০০ ওভারসিজ মার্কেট রয়েছে, তার পরও তারা বাংলাদেশে সিনেমা চালাতে চাচ্ছে। ঠিক আছে চালাক। কিন্তু আমাদের সিনেমা ওদের দেশে চালানোর সুযোগ দিক, ওরা কেন আমাদের সিনেমাকে আটকাচ্ছে?’

সাফটা চুক্তির বিনিময়ে যেসব সিনেমা ও যে পদ্ধতি ভারতে বাংলাদেশের সিনেমা চালানো হয় তা মোটেও পছন্দ নয় ‘জজ ব্যারিস্টার’ খ্যাত এই অভিনেতার। তিনি বলেন, ‘বারবার সাফটা চুক্তির কথা বলা হচ্ছে, সাফটা চুক্তি দিয়ে একটা বিগ বাজেটের সিনেমা নিয়ে আসলেন, কিন্তু শর্ত অনুযায়ী আমাদের একটা পুরনো আমলের কোনো রকম একটা সিনেমা নিয়ে গ্রামের হল যেখানে কেউ যায় না সেখানে চালিয়ে দিয়ে যদি বলে হ্যাঁ সাফটা চুক্তির আওতায় বাংলাদেশের সিনেমা চালালাম, তাহলে তো হলো না। সাফটা চুক্তির আওতায় আমাদের ভালো ভালো সিনেমা ‘হাওয়া’, ‘পরাণ’ ভারতের ভালো ভালো মাল্টিপ্লেক্সে দেন, তাহলে বুঝব চুক্তি ঠিক আছে’।

হিন্দি সিনেমা আমদানি যারা করতে চান, তাদের প্রতি প্রশ্ন রেখে বাপ্পারাজ বলেন, ‘আমাদের দেশে এক শ্রেণির আঁতেল আছে, বোদ্ধা আছে। তারা বলছে, হিন্দি সিনেমা আসুক। তারা এটা বলছে না কেন ওখানেও বাংলা সিনেমা চলুক? তারা কেন প্রটেক্ট (রক্ষা) করে রাখছে বাংলা সিনেমা বাংলাদেশি টেলিভিশন চ্যানেল? তারা তো নিজেদের সিনেমার ব্যবসা করছে, আবার তাদের আলাদা আলাদা ইন্ডাস্ট্রিও আছে। সেখানেও তাদের সিনেমা চলছে। আমাদের তো কোনো ওভারসিজ মার্কেট নেই, এমনকি চট্টগ্রাম-বরিশালেও ইন্ডাস্ট্রি নেই। আমাদের সিনেমা তাহলে চলবে কোথায়?’

শিল্পী সমিতির ১০ পার্সেন্ট (শতাংশ) মুনাফা চাওয়ার বিষয়টি নিয়ে সমালোচনা করে বাপ্পারাজ বলেন, ‘তারা কেন ১০ পার্সেন্ট চায়? এই টাকা তারা কোথায় খরচ করবে? সেটা তো স্পষ্ট করে বলেনি। এই কমিশন চাওয়াটা শিল্পী সমিতির করুণ অবস্থাকেই বোঝায়। হিন্দি ছবি আমদানি করলে আসলে দেশের ইন্ডাস্ট্রি লাভবান হবে না, লাভবান হবে এই সব চলচ্চিত্রের নেতা-নেত্রীরা।’

কলকাতার শিল্পীরাও হিন্দি সিনেমা চালাতে চান না- এমন উদাহরণ টেনে এই অভিনেতা বলেন, ‘আমরা হিন্দি সিনেমা আমদানির যেন উঠেপড়ে লেগেছি, অথচ আপনি কলকাতার ইন্ডাস্ট্রির শিল্পীদের দেখেন তারা কিন্তু মুম্বাইয়ের সিনেমাই পশ্চিমবঙ্গের সিনেমা চালাতে দিতে চায় না। তারা তাদের ভাষার সিনেমার জন্য নিবেদিতপ্রাণ।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App