×

বিনোদন

আজ আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২২, ০৩:২৪ পিএম

আজ আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

আইয়ুব বাচ্চু। ছবি: সংগৃহীত

আজ আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী

উপমহাদেশের কিংবদন্তি গিটারিস্ট, সুরের জাদুকর, গীতিকার ও সংগীতশিল্পী, এলআরবির প্রতিষ্ঠাতা আইয়ুব বাচ্চুর চতুর্থ মৃত্যুবার্ষিকী মঙ্গলবার (১৮ অক্টোবর)। আজ থেকে চার বছর আগে ২০১৮ সালের ১৮ অক্টোবর অনন্তলোকের পথে পাড়ি জমান এ শিল্পী।

কয়েক প্রজন্মকে গানের বন্ধনে আবদ্ধ করে রেখেছিলেন আইয়ুব বাচ্চু। ১৯৬২ সালের ১৬ আগস্ট চট্টগ্রামে জন্মগ্রহণ করেন তিনি। জনপ্রিয় ছিলেন একাধারে গায়ক, গীতিকার, সুরকার, সংগীত পরিচালক হিসেবে। তার হাত ধরে সমৃদ্ধ হয়েছে বাংলা ব্যান্ডজগৎ, এদেশের চলচ্চিত্রও পেয়েছে অনেক শ্রোতাপ্রিয় গান।

১৯৭৮ সালে ফিলিংস ব্যান্ডের মাধ্যমে গানের ভুবনে পথচলা শুরু করেন আইয়ুব বাচ্চু। এরপর ১০ বছর সোলস ব্যান্ডের লিড গিটারিস্ট হিসেবে কাজ করেন। নব্বইয়ের দশকে যাত্রা শুরু হয় ব্যান্ডদল এলআরবি’র দলনেতা ছিলেন তিনি।

দীর্ঘ কয়েক দশকে অসংখ্য কালজয়ী ও জনপ্রিয় গান উপহার দিয়েছেন আইয়ুব বাচ্চু। এর মধ্যে অন্যতম হলো চলো বদলে যাই, হাসতে দেখো, এখন অনেক রাত, রুপালি গিটার, মেয়ে, আমি কষ্ট পেতে ভালোবাসি, সুখের এ পৃথিবী, ফেরারি মন, উড়াল দেবো আকাশে, বাংলাদেশ, আমি বারো মাস তোমায় ভালোবাসি, এক আকাশের তারা, সেই তারা ভরা রাতে, কবিতা, তিন পুরুষ, যেওনা চলে বন্ধু, বেলা শেষে ফিরে এসে, আমি তো প্রেমে পড়িনি। গানগুলো এখনো সমান জনপ্রিয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App