×

বিনোদন

নীরবে চলে গেল মিজুর প্রথম মৃত্যুবার্ষিকী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৮ মার্চ ২০১৮, ০১:০৩ পিএম

নীরবে চলে গেল মিজুর প্রথম মৃত্যুবার্ষিকী
 মিজু আহমেদ অভিনীত সর্বশেষ ছবি ‘পাষাণ’। এটি গেল শুক্রবার মুক্তি পায়। মিজু আহমেদের প্রথম মৃত্যুবার্ষিকী ছিল গতকাল ২৭ মার্চ। গত বছরের ২৭ মার্চ শুটিংয়ের কাজে যাচ্ছিলেন দিনাজপুর। ট্রেনে হঠাৎ হৃদরোগে আক্রান্ত হন অভিনেতা মিজু আহমেদ। এরপর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার মৃত্যুবার্ষিকীতে তেমন কোনো আয়োজন ছিল না চলচ্চিত্রাঙ্গনে। স্মরণ করা হয়নি যথাযোগ্য মর্যাদায়। এফডিসিতে ছিল শুধু দোয়া মাহফিল। কুষ্টিয়ায় ১৯৫৩ সালের ১৭ নভেম্বর জন্মগ্রহণ করেন মিজু আহমেদ। তার প্রকৃত নাম মিজানুর রহমান। স্ত্রী পারভীন আহমেদ, দুই মেয়ে কেয়া ও মৌ এবং ছেলে হারশাতকে নিয়ে ছিল তার পরিবার। শৈশব থেকে থিয়েটারের প্রতি আগ্রহী ছিলেন মিজু আহমেদ। কাজ করেছেন কুষ্টিয়ার স্থানীয় একটি নাট্যদলে। ১৯৭৮ সালে ‘তৃষ্ণা’ ছবির মাধ্যমে ঢালিউডে পা রাখেন। অল্প সময়েই একজন দাপুটে খলনায়ক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। অভিনয়ের পাশাপাশি চলচ্চিত্র প্রযোজনাও করেছেন। তিনি ছিলেন চলচ্চিত্র শিল্পী সমিতির সাবেক সভাপতি অভিনয়ের স্বীকৃতিস্বরূপ ১৯৯২ সালে সেরা পার্শ্ব অভিনেতা হিসেবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার অর্জন করেন। তার অভিনীত উল্লেখযোগ্য ছবির মধ্যে রয়েছে- তৃষ্ণা, মহানগর, স্যারেন্ডার, চাকর, সোলেমান ডাঙ্গা, ত্যাগ, বশিরা, আজকের সন্ত্রাসী, হাঙ্গর নদী গ্রেনেড, কুলি, লাঠি, লাল বাদশা, গুন্ডা নাম্বার ওয়ান, ঝড়, কষ্ট, ওদের ধর, ইতিহাস, ভাইয়া, হিংসা প্রতিহিংসা, বিগ বস, আজকের সমাজ, মহিলা হোস্টেল, ভণ্ড ওঝা প্রভৃতি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App