×

বিনোদন

আলম থেকে আলো হয়ে ওঠার গল্পে ‘কমন মানুষ’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৪ অক্টোবর ২০২২, ০৩:৩২ পিএম

আলম থেকে আলো হয়ে ওঠার গল্পে ‘কমন মানুষ’

বাংলাদেশ টেলিভিশনে কমন মানুষ নাটকটি প্রচারিত হবে ১৫ অক্টোবর শনিবার রাত ৯টায়। ছবি: ভোরের কাগজ

আলম থেকে আলো হয়ে ওঠার গল্পে ‘কমন মানুষ’
আলম থেকে আলো হয়ে ওঠার গল্পে ‘কমন মানুষ’
আলম থেকে আলো হয়ে ওঠার গল্পে ‘কমন মানুষ’

সেরা উদ্যোক্তার পুরস্কার পেয়েছে আলো। পুরস্কার সে একা নিতে রাজি নয়। রাবেয়া বেগমের হাত ধরে মঞ্চে ওঠে। আলম থেকে তৃতীয় লিঙ্গের আলো হয়ে ওঠা মানুষটার পাশে দাঁড়ানোর জন্য রাবেয়া বেগমের কাছে কৃতজ্ঞ আলম ও আলো।

কিন্তু রাবেয়া বেগম বলেন, আলম কিংবা আলো নয়, সত্যিকারের মানুষ হয়ে উঠতে চাওয়া একজন মানুষের কথা। আলোকে তিনি কমন জেন্ডারের মানুষ নয়, কমন মানুষ বলতে চান। কেননা সব মানুষের ভেতর কমন যেসব গুণাবলী থাকা দরকার, তা আছে আলোর ভেতর। তাই আলো কমন মানুষ। আলম কিংবা আলো নামে ডাকার চেয়ে তার কাছে আদর্শ মানুষ হয়ে ওঠার গল্প শোনা খুব জরুরী সবার জন্য। কী সেই গল্প? জানতে হলে দেখতে হবে

নাসরিন মুস্তফার রচনায় এটি প্রযোজনা করেছেন কামাল উদ্দিন আহম্মেদ। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মনিরা ইউসুফ মেমী, ফারজানা ছবি, মোমেনা চৌধুরী, দেওয়ান সাইফুল, রফিকউল্লাহ, তারেকুজ্জামান তপন, খন্দকার ইসমাইল, জিয়াউল হাসান কিসলু, গোলাম মোর্শেদসহ আরো অনেকে। প্রচারিত হবে ১৫ অক্টোবর শনিবার রাত ৯টায় বিটিভিতে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App