×

বিনোদন

আমরা হারিয়েছি বিশাল এক প্রতিভা: রুনা লায়লা

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪১ পিএম

আমরা হারিয়েছি বিশাল এক প্রতিভা: রুনা লায়লা

প্রখ্যাত গীতিকবি, পরিচালক, প্রযোজক গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে সংগীত অঙ্গনে নেমে এসেছে শোকের ছায়া। তার মৃত্যুর সংবাদে অনেকে ছুটে গেছেন হাসপাতালে। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দিচ্ছেন আবেগঘন পোস্ট।

গাজী মাজহারুল আনোয়ারের মৃত্যুতে শোকাহত কণ্ঠশিল্পী রুনা লায়লাও। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন, আকাশের অন্য নক্ষত্রদের সঙ্গে যোগ দিতে আমাদের ছেড়ে চলে গেছে আরও একটি নক্ষত্র। যাওয়ার আগে তিনি লিখে গেছেন অসংখ্য গান। এই গান পরবর্তী প্রজন্ম গাইবে, স্মরণ করবে তাকে। আমরা হারিয়েছি বিশাল এক প্রতিভা। কিন্তু তার সৃষ্টি আমাদের মাঝে বেঁচে থাকবে চিরদিন। আল্লাহ তার বিদেহী আত্মাকে শান্তিতে রাখুন। আমিন।

বুঝেছি মনের বনে রং লেগেছে গানটি লেখার মধ্য দিয়ে গাজী মাজহারুল আনোয়ার গান লেখা শুরু করেন। এরপর ২০ হাজারের বেশি গান লিখেছেন তিনি। তার গানে উঠে এসেছে মুক্তিযুদ্ধ, দেশপ্রেম, প্রকৃতি, জীবনবোধ, প্রেম, বিরহ, স্নেহ ও অনুভূতির কথা। তার লেখা এই গান গাইতে থাকবে প্রজন্মের পর প্রজন্ম। আর সৃষ্টির মধ্য দিয়ে তিনি বেঁচে থাকবেন সবার মধ্যে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App