×

বিনোদন

‘সব ভারতীয়র দেখা উচিত’, কাশ্মীর ফাইলস নিয়ে আমির

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২১ মার্চ ২০২২, ০৭:৩৮ পিএম

‘সব ভারতীয়র দেখা উচিত’, কাশ্মীর ফাইলস নিয়ে আমির

‘দ্য কাশ্মীর ফাইলস’-র প্রশংসা করলেন আমির

আমির খানকে তার জন্মদিনে ‘দ্য কাশ্মীর ফাইলস’ নিয়ে প্রশ্ন রাখা হয়েছিল। আর সেখানে তিনি বলেন ছবিটা তার এখনও দেখা হয়নি। তবে গোটা টিমকে শুভেচ্ছা জানান। একথা শোনার পর যেন তেলেবেগুনে জ্বলে উঠেছিল নেটপাড়া। কেন আমির ‘দ্য কাশ্মীর ফাইলস’-র প্রশংসা করে একটা বাক্যও বললেন তা নিয়ে উঠেছিল প্রশ্ন। খবর হিন্দুস্তান টাইমস।

এবার সেই খামতি মিটে গেল আরআরআর-এর প্রোমোশনে। গতকালই আলিয়া আর আমিরকে ছবির প্রোমোশনে দেখা গিয়েছে একসঙ্গে। সেখানেই শেষমেশ কাশ্মীর ফাইলসের সুখ্যাতি করেন তিনি। দিল্লিতে সাংবাদিক সম্মেলনে দাঁড়িয়ে আমিরকে বলতে শোনা যায়, ‘কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে যা হয়েছিল তা সত্যি খুব দুখজনক ঘটনা। এরকম একটা টপিকে যেই সিনেমা হয়েছে তা সব ভারতীয়র দেখা উচিত ও মনে রাখা উচিত।’

আমির আরও বলেন, ‘যে সমস্ত মানুষ মানবিকতায় বিশ্বাস করে তাদের সকলের মন ছুঁয়েছে ছবিটি। এটাই সবচেয়ে বড় কথা।’ যদিও অভিনেতা জানান, তিনি এখনও সিনেমাটি দেখে ওঠার সময় পাননি। বলেন, ‘আমি অবশ্যই সিনেমাটি দেখব। আমি খুব খুশি যে এই সিনেমা এরকম সাফল্য পেয়েছে।’

কাশ্মীরি পণ্ডিতদের উপর ১৯৯০ সালে হওয়া হামলাই এই ছবির বিষয়বস্তু। আর সেটা যাতে গোটা দেশের মানুষের কাছে পৌঁছায় সেই চেষ্টা চালাচ্ছে ছবির অনুরাগীরা। অনুপম খেরের অভিনয়ের প্রশংসা চারিদিকে। দারুণ কাজ করেছেন মিঠুন চক্রবর্তীও। এছাড়াও আছেন পল্লবী যোশী, দর্শন কুমার, ভাষা সুম্বালি, চিন্ময় মন্ডলেকর, পুনীত ইসার, মৃণাল কুলকার্নি, অতুল শ্রীবাস্তব এবং পৃথ্বীরাজ সারনায়েক। পরিচালনায় বিবেক অগ্নিহোত্রী। প্রসঙ্গত, উত্তরপ্রদেশ, কর্ণাটক, হরিয়ানা, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরাখণ্ড, ত্রিপুরা এবং গোয়ার মতো অনেক রাজ্যে ‘দ্য কাশ্মীর ফাইলস’ কে করমুক্ত করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App