×

বিনোদন

রাবিনার বিরুদ্ধে এফআইআর

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৭ মার্চ ২০১৮, ০৩:৪৭ পিএম

রাবিনার বিরুদ্ধে এফআইআর
বলিউডের এক সময়ের সাড়া জাগানো নায়িকা রাবিনা ট্যান্ডন। অভিনয়ে একেবারেই দেখা যায় না নব্বাইয়ের দশকের এই হট সেনসেশনকে। মাঝে মাঝে বিভিন্ন শো এবং টেলিভিশন বিজ্ঞাপনে পর্দায় হাজির হন তিনি। কিন্তু সেই বিজ্ঞাপনে কাজ করতে গিয়েই সম্প্রতি আইনি প্যাঁচে জড়িয়ে পড়েছেন রাবিনা। ভারতীয় মিডিয়ার খবর, রাবিনার বিরুদ্ধে থানায় এফআইআর দায়ের করেছে ভারতের লিঙ্গরাজ মন্দির কর্তৃপক্ষ। তাদের অভিযোগ, মন্দিরের ভেতরের ‘নো ক্যামেরা’ জোন-এ রাবিনা বিজ্ঞাপনের শুটিং করেছেন। ১১ শতকে তৈরি হয়েছিল এই শিবমন্দির। গত রবিবার লিঙ্গরাজ মন্দিরে গিয়েছিলেন অভিনেত্রী রাবিনা। সেখানে একটি বিজ্ঞাপনের অংশ হিসেবে একজনকে বিউটি টিপস দিচ্ছিলেন তিনি। সেই ঘটনা এক ব্যক্তি মোবাইলে ভিডিও করে নেন। ছেড়ে দেন ইন্টারনেটে। মুহূর্তের মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে যায় সেই ভিডিও। মন্দির প্রশাসনের দায়িত্বে থাকা রাজীব লোচন পারিডা নামের একজনের ভাষ্যমতে, ‘মন্দির প্রশাসনের তরফ থেকে লিঙ্গরাজ থানায় রাবিনার বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে। মন্দিরের ভেতরে শুধু সেখানকার কর্মীরাই মোবাইল ফোন নিয়ে ঢুকতে পারেন। এই ঘটনায় ভক্তদের মনেও আঘাত লেগেছে।’ অন্যদিকে, ভুবেনেশ্বরের ডিসিপি সত্যব্রত ভাই জানিয়েছেন, ‘সব অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। অভিযোগ প্রমাণিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে’ তবে শুধু মন্দির কর্তৃপক্ষই নয়, ভারতের প্রত্নতাত্ত্বিক বিভাগ থেকেও এই বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে বলে খবরে প্রকাশ পেয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App