×

বিনোদন

বিরল রোগে আক্রান্ত ইরফান

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ মার্চ ২০১৮, ১২:০৮ পিএম

বিরল রোগে আক্রান্ত ইরফান
জনপ্রিয় বলিউড অভিনেতা ইরফান খান। বেশ কিছুদিন ধরে কাজ থেকে দূরে রয়েছেন। শোনা যাচ্ছিল, জন্ডিসে আক্রান্ত হয়েছেন এ অভিনেতা। কিন্তু ইরফান জানিয়েছেন, বিরল রোগে আক্রান্ত তিনি। মাইক্রোব্লগিং সাইট টুইটারে এ তথ্য জানান এই অভিনেতা। এক টুইটে ইরফান লিখেছেন, ‘কিছু সময় জীবন ধাক্কা দিয়ে আপনাকে জাগিয়ে দেবে। গত পনের দিন ধরে আমার জীবন একটি রহস্য গল্পের মতো ছিল। কখনো ভাবিনি বিরল গল্প খোঁজ করতে গিয়ে বিরল রোগে আক্রান্ত হব। আমি কখনো হাল ছাড়িনি এবং আমার পছন্দের বিষয়ের জন্য লড়াই করেছি, ভবিষ্যতেও করে যাব।’ তিনি আরো লেখেন, ‘পরিবার ও বন্ধুরা আমার সঙ্গে আছেন এবং যত ভালোভাবে সম্ভব এ বিষয়ে কাজ করে যাচ্ছেন। এই সময়ে দয়া করে কোনো গুঞ্জন ছড়াবেন না। আমি নিজেই আগামী দশ দিনের মধ্যে, পুরোপুরি রোগনির্ণয় হলে আপনাদের এ ব্যাপারে জানাব। সেই সময় পর্যন্ত আমার মঙ্গল কামনা করবেন।’ এ অভিনেতার মুখপাত্র সংবাদমাধ্যমে বলেছেন, ‘চিকিৎসক তাকে সম্পূর্ণ বিশ্রামে থাকতে বলেছেন। তার টিম কাজের শিডিউল নতুন করে সাজানোর চেষ্টা করছেন কারণ এ জাতীয় সমস্যায় প্রতিটি মানুষই পড়তে পারেন।’ ইরফান অভিনীত পরবর্তী সিনেমা ব্ল্যাকমেইল। এতে আরো অভিনয় করছেন-দিব্য দত্ত, অরুণদয় সিং, ওমি বৈদ্য প্রমুখ। আগামী ৬ এপ্রিল সিনেমাটি মুক্তির কথা রয়েছে।
 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App