×

বিনোদন

করোনার কারণে মিস ওয়ার্ল্ডের ফাইনাল স্থগিত

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২১, ০৭:৫৭ পিএম

করোনার কারণে মিস ওয়ার্ল্ডের ফাইনাল স্থগিত

প্রতীকি ছবি

করোনার কারণে মিস ওয়ার্ল্ডের ফাইনাল স্থগিত

হঠাৎ করেই স্থগিত করা হয়েছে মিস ওয়ার্ল্ডের ফাইনাল পর্ব। বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) থেকে পুয়ের্তো রিকোতে শীর্ষ ১০ জনকে নিয়ে এই পর্ব অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অনুষ্ঠান সংশ্লিষ্টদের ওপর করোনার থাবা পড়ার কারণে পর্বটি স্থগিত করা হয়েছে।

জানা গেছে, মিস ওয়ার্ল্ড-এর ফাইনাল রাউন্ডের প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের যথানিয়মে করোনা পরীক্ষা করা হয়। এর মধ্যে প্রতিযোগীসহ ১৭ জনের করোনা পজিটিভ আসে। এ জন্য তাৎক্ষণিকভাবে আয়োজনটি স্থগিত করা হয়। তবে আগামী ৯০ দিনের মধ্যেই এটা সম্পন্ন করা হবে বলে জানিয়েছেন আয়োজকরা।

করোনায় আক্রান্ত প্রতিযোগীদের মধ্যে রয়েছেন ভারতের মানাসা বারানসীও। তিনি মিস ইন্ডিয়া খেতাব জয় করে চূড়ান্ত পর্বের জন্য পুয়ের্তো রিকোয় গেছেন। বর্তমানে সেখানে আইসোলেশনে আছেন তিনি।

সুস্থ প্রতিযোগীদের সুরক্ষার জন্য সব ধরনের ব্যবস্থা করা হয়েছে। ড্রেসিং রুম থেকে শুরু করে, মঞ্চ, সমস্ত অনুষ্ঠান স্থল স্যানিটাইজ করা হয়েছে। চিকিৎসকরা যাদের সুস্থ ঘোষণা করেছেন, কেবল তাদেরই দেশে ফেরার অনুমতি দেওয়া হয়েছে। বাকি আক্রান্তদের আইসোলেশনে রাখা হয়েছে।

চলতি বছর মিস ইউনিভার্স খেতাব জিতেছেন ভারতের তরুণী হারনাজ সান্ধু। তাকে ঘিরে এখন বিশ্বব্যাপী আলোচনা চলছে। তার হাত ধরে মিস ইউনিভার্স খেতাবটি ২১ বছর পর ভারতে এসেছে।

এরই মধ্যে মিস ওয়ার্ল্ডের ফাইনাল রাউন্ডে গেছেন ভারতের মানাসা। তাকে ঘিরেও ভারতের মানুষের প্রত্যাশার পারদ উপরে উঠেছে। সবাইকে টপকে তিনি এই খেতাব জিতে নিতে পারেন কিনা, সেটা সময়ই বলে দেবে।

২০১৭ সালের মিস ওয়ার্ল্ড হয়েছিলেন ভারতের মানুষী ছিল্লার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App