×

শিক্ষা

এইচএসসি অটোপাস নিয়ে ন্যায়সঙ্গত সিদ্ধান্তই আসবে

ভোরের কাগজকে জানালেন শিক্ষা উপদেষ্টা

Icon

অভিজিৎ ভট্টাচার্য্য

প্রকাশ: ২০ আগস্ট ২০২৪, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

ভোরের কাগজকে জানালেন শিক্ষা উপদেষ্টা

ছবি: সংগৃহীত

চলমান এইচএসসি ও সমমানের পরীক্ষার্থীরা বাকি পরীক্ষায় বসতে চান না, অটো পাসের দাবিতে আন্দোলন করছেন। পরীক্ষার্থীদের এমন দাবির পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তী সরকারের শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন, শিক্ষা প্রশাসনের সংশ্লিষ্টদের সঙ্গে বসে শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে। গতকাল সোমবার রাতে তিনি ভোরের কাগজের সঙ্গে আলাপকালে বলেন, পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের ভিন্ন ভিন্ন দাবি রয়েছে। সব দাবিকে পর্যালোচনা করে যেটা ন্যায়সঙ্গত হবে, শিক্ষার্থীদের পক্ষে যাবে সেরকম সিদ্ধান্তই নেয়া হবে। কারণ এখানে পরীক্ষার্থীদের বিরাট ভাগ্য জড়িত।

সংশ্লিষ্টরা বলেছেন, এইচএসসি ও সমমানের কিছু বিষয়ের পরীক্ষা সময়সূচি অনুযায়ী অনুষ্ঠিত হয়েছে। আর কোটা সংস্কার আন্দোলনের কারণে কিছু বিষয়ের পরীক্ষা স্থগিত হয়ে যায়। সরকার পতনের পর সংশোধিত নতুন সময়সূচি দিয়েও পরীক্ষা নিতে পারেনি শিক্ষা বোর্ডগুলো। অন্তর্বর্তী সরকার গঠনের পর স্থগিত পরীক্ষাগুলো নিতে আবারো সময়সূচি প্রকাশ করা হয়েছে। পুনর্বিন্যাসকৃত সময়সূচি অনুযায়ী আগামী ১১ সেপ্টেম্বর থেকে স্থগিত পরীক্ষাগুলো শুরু হওয়ার কথা। তবে আর পরীক্ষায় বসতে চান না শিক্ষার্থীরা। দেশের সার্বিক পরিস্থিতি বিবেচনায় অটো পাসের দাবি তুলেছেন পরীক্ষার্থীরা। নেমেছেন আন্দোলনেও। গত ১৫ আগস্ট নতুন সময়সূচি প্রকাশের পর থেকে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় মানববন্ধন, বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি করেছেন শিক্ষার্থীরা। গতকাল সোমবারও রাজধানীসহ সারাদেশে অটো পাসের দাবি নিয়ে রাস্তায় নেমেছেন পরীক্ষার্থীরা। একইসঙ্গে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের সামনেও বিক্ষোভ করেছেন তারা। শিক্ষার্থীদের দাবি, তাদের অনেক সহপাঠী পরীক্ষার্থী আন্দোলনে অংশ নিয়ে আহত হয়েছেন। তারা চিকিৎসাধীন। তাছাড়া বিভিন্ন থানায় রাখা প্রশ্নপত্র ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া গেছে। এমন পরিস্থিতিতে তারা আর বাকি বিষয়গুলোর পরীক্ষায় অংশ নিতে চান না।

শিক্ষার্থীদের এ দাবি যৌক্তিক নাকি অযৌক্তিক, এমন প্রশ্নের সরাসরি কোনো উত্তর না দিয়ে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার বলেন, শিক্ষার্থীরা দাবি-দাওয়া জানিয়েছেন। রাস্তায় নেমে আন্দোলন করছেন বলেও খবর পেয়েছি। আজতো তারা আমার বোর্ডেও চলে এসেছে। আন্দোলন করছেন। অধ্যাপক তপন কুমার সরকার বলেন, তারা অটো পাস চাইছেন। আমরা বোর্ডের চেয়ারম্যান বা কর্মকর্তারা এ সিদ্ধান্ত নিতে পারি না। এটা সরকারের সিদ্ধান্ত। এজন্য শিক্ষার্থীরা যেসব দাবি জানিয়েছেন, সেগুলো চিঠি আকারে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। বোর্ডের এ চিঠির পরিপ্রেক্ষিতে মন্ত্রণালয় যে সিদ্ধান্ত দেবে, আমরা সেটা বাস্তবায়ন করব। কিছু বিষয়ের পরীক্ষা হয়েছে, কিছু বিষয় বাকি-এমন পরিস্থিতিতে অটো পাস দেয়ার সুযোগ আছে কিনা, জানতে চাইলে তিনি বলেন, আগে সরকার কি সিদ্ধান্ত নেয় সেটা দেখতে হবে। শিক্ষা উপদেষ্টা বিষয়টি অবগত হয়েছেন। তিনি যে সিদ্ধান্ত দেবেন, সেটা বাস্তবায়ন করতে আমাদের কোনো অসুবিধা নেই।

নতুন শিক্ষা সচিব ড. শেখ আব্দুর রশিদ বলেন, আমরা বিষয়টি অবগত। আমি এখানে নতুন এসেছি। শিক্ষা বোর্ড কি বলছে বা কি সমস্যা, সেটা শিক্ষা উপদেষ্টাকে অবগত করা হবে। যে সিদ্ধান্ত নেয়া হোক, তা বোর্ডে জানানো হবে। বোর্ড সেই মোতাবেক কাজ করবে।

জানতে চাইলে শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ ভোরের কাগজকে বলেন, পরীক্ষার্থীদের মধ্যে যারা আন্দোলন করছে তাদের মধ্যে কেউ বলছে, সংক্ষিপ্ত পরিসরে পরীক্ষা হোক, কেউ বলছে পরীক্ষা না নিয়ে অটো পাস দেয়া হোক। তিনি বলেন, গত একমাসের পরিস্থিতি বিবেচনা করলে এটা বোঝা যায়, পরীক্ষার্থীদের কিছু অসুবিধা আছে। এখন অসুবিধা দূর করতে তারা ভিন্ন ভিন্ন দাবি তুলেছেন। তিনি বলেন, পরীক্ষার্থীদের এসব দাবির বিষয়ে ভেবেচিন্তে সিদ্ধান্ত নিতে হবে। এটুকু বলতে পারি, তাদের দাবির পরিপ্রেক্ষিতে প্রশাসন ‘একটা কিছু সিদ্ধান্ত’ নেবে। কি সিদ্ধান্ত নেয়া হবে- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা একটা বিরাট বিষয়। এখানে পরীক্ষার্থীদের বিরাট ভাগ্য জড়িত। সবার যাতে সুবিধা হয় এমন ন্যায়সঙ্গত সিদ্ধান্তই নেয়া হবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, গত ৩০ জুন এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু হয়। রুটিন অনুযায়ী ৮ দিন পরীক্ষা হওয়ার পর কোটা সংস্কার আন্দোলন ঘিরে সৃষ্ট পরিস্থিতিতে ১৮ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়। এরপর আরো তিন দফায় পরীক্ষা স্থগিত করে সরকার। সূচি অনুযায়ী, এখনো ১৩ দিনের মোট ৬১টি বিষয়ের পরীক্ষা গ্রহণ বাকি রয়েছে। বিভিন্ন বিভাগের (বিজ্ঞান, মানবিক ও বাণিজ্য) বিভিন্ন বিষয় থাকায় এতগুলো পরীক্ষা আটকে গেছে। যদিও প্রত্যেক শিক্ষার্থীকে ১৩টি বিষয়ে পরীক্ষায় অংশ নিতে হয়। এর মধ্যে বাধ্যতামূলক বাংলা ও ইংরেজির চারটি বিষয় (প্রথম ও দ্বিতীয়পত্র) এবং আইসিটি। ৮টি বিষয় ঐচ্ছিক (অপশনাল)।

আরো পড়ুন: আমিরাতে ৫৭ বাংলাদেশির শাস্তি হওয়ার পেছনে কনস্যুলেটের ইন্ধন নেই

২৪ থানায় এইচএসসির প্রশ্ন পুড়লেও উত্তরপত্র অক্ষত : ছাত্র-জনতার আন্দোলন চলাকালে দেশের বিভিন্ন থানায় অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে থানার মালখানায় রাখা এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্ন ও উত্তরপত্র পুড়ে যাওয়ার খবর পাওয়া যায়। ঠিক কতগুলো থানায় পরীক্ষার অতি গোপনীয় জিনিসপত্র পুড়েছে বা ক্ষতিগ্রস্ত হয়েছে তা জানাতে সব বোর্ডকে চিঠিও দেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি অধ্যাপক তপন কুমার সরকার। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির কাছে সব বোর্ড থেকে তথ্যও জানানো হয়েছে। তাতে ২৪টি থানায় থাকা প্রশ্নপত্র পুড়ে ভস্মীভূত হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে। তবে উত্তরপত্র অক্ষত রয়েছে বলে দাবি করেছেন আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার। গতকাল সোমবার তিনি বলেন, বিষয়টি নিয়ে আমরা সব বোর্ডকে চিঠি দিয়েছিলাম। তারা তথ্য পাঠিয়েছেন। আমাদের হাতে যে তথ্য এসেছে, তাতে মোট ২৪টি থানায় থাকা এইচএসসি পরীক্ষার মালামাল ক্ষতিগ্রস্ত হয়েছে। শুধু প্রশ্নপত্র পুড়ে ছাই হয়ে গেছে। কোথাও উত্তরপত্রটা পোড়েনি, সেগুলো অক্ষত আছে। সহিংসতা শুরুর পর দ্বিতীয় কিস্তির লিখিত উত্তরপত্র স্ব স্ব বোর্ডে পাঠাতে নিষেধ করেছিল বোর্ড। সহিংসতা ও থানা অগ্নিসংযোগের সময় সেগুলো কোথায় ছিল- এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, যেখানেই থাকুক, খাতাগুলো নিরাপদ ছিল। শিক্ষার্থীদের লেখা খাতা ঠিক আছে। তাদের খাতা মূল্যায়ন করেই ফল তৈরি করা হবে। ছাত্রছাত্রীদের এ নিয়ে চিন্তা করতে হবে না। তারা যেন টেনশন না করেন।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৩ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

ডোনাল্ড লু’র নেতৃত্বে আজ ঢাকায় আসছে মার্কিন প্রতিনিধিদল

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

রাজধানীতে ট্রাফিক পুলিশকে দুর্বৃত্তদের ছুরিকাঘাত

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

বিএনপি নেতা আশফাকের নেতৃত্বে বায়রার ইসি বৈঠকে হামলা-ভাঙচুর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App