ঢাবির শহীদ সার্জেন্ট জহুরুল হক হল
শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস হলের আবাসিক শিক্ষকদের
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৯ আগস্ট ২০২৪, ০১:৩৬ এএম
ছবি: সংগৃহীত
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হলের প্রাধ্যক্ষ না থাকায় উদ্ভুত অস্থিতিশীল পরিস্থিতিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শহীদ সার্জেন্ট জহুরুল হক হলের খাবার, পানি, আবাসিক সমস্যা ও মশার উপদ্রবসহ প্রায় ৪০টির মতো সমস্যা চিহ্নিত করে আশু সমাধান চেয়েছেন হলটির শিক্ষার্থীরা। এসময় শিক্ষার্থীদের সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন আবাসিক শিক্ষকেরা।
রবিবার (১৮ আগস্ট) রাত সাড়ে ১০টায় হলের প্রাধ্যক্ষ রুমে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময়কালে এই আশ্বাস দেন হলটির দায়িত্বে থাকা আবাসিক শিক্ষকেরা।
মতবিনিময়কালে শিক্ষার্থীরা হলের নানা সমস্যার কথা তুলে ধরেন। এর মধ্যে রয়েছে, নিরাপত্তাহীনতা, সিসিটিভি ক্যামেরার অপ্রতুলতা, ক্যান্টিন ও লুমিনাসের খাবারের মান কমে যাওয়া, খাবারে টেস্টিং সল্ট ব্যবহার করা, মশার উপদ্রবে কার্যকরী ব্যবস্থা না নেওয়া, হলে পানি নিষ্কাশন ব্যবস্থা না থাকা, হল মসজিদের দুরবস্থা, হলে নিয়মিত মাদকের আসর বসা, হলে রিডিং রুমের সমস্যা, হল অডিটোরিয়াম আধুনিকায়ন করা, পানির ফিল্টার পরিষ্কার না করা, পানির ফিল্টার নিচু থাকায় ফিল্টারের কলে কুকুর মুখ লাগানো, ওয়াশরুম নিয়মিত পরিষ্কার না করা, দর্জির দোকানে নানা সমস্যাসহ প্রায় ৪০টির মতো অসঙ্গতি তুলে ধরেন।
শিক্ষকেরা শিক্ষার্থীদের প্রস্তাবিত দাবি ও অসঙ্গতিগুলো অগ্রাধিকারের ভিত্তিতে আগামীকাল (১৯ আগস্ট) সোমবার থেকেই মেনে নেওয়ার আশ্বাস দেন। এছাড়াও যেগুলো দীর্ঘমেয়াদী কার্যক্রম সেগুলো বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও হল প্রাধ্যক্ষ নিয়োগ হলে ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে বলেও জানান তাঁরা।
হলটির আবাসিক শিক্ষক ড. মো: শরিফুল আলম খন্দকার শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, দীর্ঘদিন পরে আজকে আমরা শিক্ষার্থীদের খোঁজ নিতে পারছি। এতদিন বিশ্ববিদ্যালয় ও হলে অস্থিতিশীল পরিস্থিতি ছিলো। আমরা এখন হলে এসেছি। আমরা নিয়মিত খোঁজ নিবো। এতে করে আমাদের সঙ্গে শিক্ষার্থীদের মিথষ্ক্রিয়া বেড়েছে।আমরা শিক্ষার্থীদের দাবিগুলো শুনেছি, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী কাজগুলো করবো।
হলে সুন্দর পরিবেশ বজায় রাখার জন্য শিক্ষক-শিক্ষার্থী দুপক্ষ থেকেই সহযোগিতা প্রয়োজন রয়েছে উল্লেখ করে হলটির আরেক আবাসিক শিক্ষক ড. মোহাম্মদ শাহিন মিয়া বলেন, আমাদের দুপক্ষ থেকেই সহযোগিতা করতে হবে। আমরা তোমাদের জন্য সব ধরনের সহযোগিতা করবে। হল প্রশাসনের দায়িত্বে যিনিই আসুক, এইসব দাবি মানতে আমরা আবাসিক শিক্ষকেরা সহযোগিতা করবো।
মতবিনিময়কালে হলের বিভিন্ন অসঙ্গতিতে নিজেদের হাতে আইন তুুলে না নেওয়া ও আইনশৃঙ্খলা বজায় রাখার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানান হলের আবাসিক শিক্ষক মারুফ হাসান রুমী। এসময় আরো উপস্থিত ছিলেন হলের আবাসিক শিক্ষক ড. জামিল শরীফ, মো: ইমরুল জুবাইদ, মো: রাফিউল ইসলাম রাঙ্গা, মো: আল জাহিদ।
প্রসঙ্গত, শিক্ষার্থীদের কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে শেখ হাসিনার পদত্যাগের ১দফা দাবি সফল হলে এবং শেখ হাসিনা পদত্যাগ করে পালিয়ে যাওয়ার কিছুদিন পরে গত ১০ আগস্ট ঢাবির উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পদত্যাগ করেন। একই দিনে জহুরুল হক হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আবদুর রহিমসহ হলটির চারজন আবাসিক শিক্ষকও পদত্যাগ করেন৷