ব্রেকিং |
বশেফমুবিপ্রবি উপাচার্যের পদত্যাগ
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ১১ আগস্ট ২০২৪, ০৯:০১ পিএম
ছবি: সংগৃহীত
শিক্ষার্থীদের আন্দোলনের মুখে ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. কামরুল আলম খান। রবিবার (১১ আগস্ট) বিকালে রাষ্ট্রপতি বরাবর পদত্যাগপত্র পাঠান তিনি।
এর আগে গত শুক্রবার বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও রেজিস্ট্রারের উপাচার্যের পদত্যাগ চেয়ে সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এ সময় তাকে ২৪ ঘণ্টা সময় বেঁধে দেন তারা।
এ ছাড়া এদিন দুপুর ১২টায় বিক্ষোভ সমাবেশ করেন শিক্ষার্থীরা। পদত্যাগপত্রে অধ্যাপক আবদুল ড. মো. কামরুল আলম খান উল্লেখ্য করেন, ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ প্রদান করা হয়েছিল এবং সে অনুসারে আমি আমার দায়িত্ব পালনে সর্বোচ্চ সচেষ্ট ছিলাম। বর্তমানে ব্যক্তিগত ও পারিবারিক কারণে আমি উপাচার্য পদ থেকে পদত্যাগ করলাম।
উপাচার্যের পদত্যাগের পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বলেন, ‘উপাচার্য পদত্যাগ করলেও এখন পর্যন্ত রেজিস্ট্রার পদত্যাগ করেননি। তারা বিশ্ববিদ্যালয়ের দুর্নীতি অপকর্ম করেছেন। দ্রুত সময়ের মধ্যে রেজিস্ট্রারকেও পদত্যাগ করতে হবে।‘
এদিকে শনিবার (১০ আগস্ট) রাতে ভারপ্রাপ্ত প্রক্টর ইউসুফ আলী, সহকারী প্রক্টর সুমিত কুমার পাল ও হল প্রভোস্ট পার্থ সারথি দাস পদত্যাগ করেছেন।