×

শিক্ষা

কোটা আন্দোলনের আরেক সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৮ জুলাই ২০২৪, ০৬:২১ পিএম

কোটা আন্দোলনের আরেক সমন্বয়ককে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ

বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেল। ছবি: সংগৃহীত

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থী ও বৈষম্য-বিরোধী ছাত্র আন্দোলন জাবি শাখার অন্যতম সমন্বয়ক আরিফ সোহেলকে ডিবি পরিচয়ে তুলে নেয়ার অভিযোগ উঠেছে। শনিবার (২৭ জুলাই) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে আরিফকে তার ভাড়া বাসা থেকে তুলে নেয়া হয় বলে জানিয়েছেন আরিফের ছোটবোন উম্মে খায়ের ঈদি।

প্রত্যক্ষদর্শী বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী জানান, সাড়ে ৩টার দিকে ১১২/ক, এই নেম-প্লেটের একটি গাড়িতে করে আরিফ সোহেলকে তুলে নিতে দেখেছি। আরিফ জাবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের (৪৭তম ব্যাচ) শিক্ষার্থী। তিনি পরিবারের সাথে বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী আমবাগান এলাকায় ভাড়া বাসায় থাকতেন।

উম্মে খায়ের ঈদি বলেন, ‘ভোর রাতে সিভিল ড্রেসে ৮-১০ আমাদের বাসার নিচে এসে ভাইয়ের নাম ধরে ডাকাডাকি শুরু করে। আমার বাবা তাদের পরিচয় জানতে চাইলে তারা ডিবির পরিচয়পত্র দেখান। এরপর আমরা দরজা খুলতে না চাইলে তারা দরজা ভেঙে ফেলার হুমকি দেন। পরে দরজা খুলে দিলে তারা ভেতরে প্রবেশ করে প্রথমেই সবার মোবাইল ফোন নিয়ে নেন।’

এসময় তারা আরিফ ভাইয়ের কম্পিউটার চালু করে কিছু ছবি নেন। পরে আশুলিয়া থানায় নিয়ে যাওয়ার কথা বলে আরিফ ভাই ও আমার বড়ভাইকে একটা গাড়িতে তুলে নিয়ে যান। তবে আমার বড়ভাইয়ের সাথে কথা বলে তাকে সাভারের গেন্ডা এলাকায় ছেড়ে দিয়ে যায় ডিবির লোকজন।’

আরো পড়ুন: ‘নিহতদের পরিবারের ক্ষতি পূরণ করার মতো নয়’

এদিকে রাতে তুলে নেওয়ার পর থেকে এখনো আরিফ সোহেলের কোনো খোঁজ পাওয়া যায়নি। এ বিষয়ে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এফ এম সায়েদ বলেন- ‘আমরা জাবি শিক্ষার্থীকে তুলে নেয়ার বিষয়ে কিছুই জানি না। তবে আশুলিয়া থানায় এমন কাউকে নিয়ে আসা হয়নি।’

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

৪ জেল সুপার বাধ্যতামূলক অবসরে

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

মনখারাপ দূর করবে কাজুবাদাম!

দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

চেন্নাই টেস্ট দিনের শুরুতেই স্বস্তি বাংলাদেশের

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

রাজধানীতে পিকআপ ভ্যান চালক নিহত

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত
নির্বাহী সম্পাদক: এ কে সরকার

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App