×

শিক্ষা

ঢাবির রোকেয়া হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ০২:৪৭ এএম

ঢাবির রোকেয়া হলে ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা

ছবি: সংগৃহীত

চলমান কোটা আন্দোলনে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলে সাধারণ শিক্ষার্থীদের তোপের মুখে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ করে একটি লিখিত কাগজে স্বাক্ষর দিয়েছেন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন। 

মঙ্গলবার (১৬ জুলাই) দিবাগত রাত ১টার দিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি-সাধারণ সম্পাদককে হল থেকে বিতাড়িত করে প্রাধ্যক্ষের কাছে আগামী ১৭ জুলাই থেকে হলে সব ধরনের ছাত্ররাজনীতি নিষিদ্ধ ঘোষণা করে হল প্রশাসনের একটি প্যাডে স্বাক্ষর নেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে হলের একাধিক ছাত্রী জানান, হল থেকে ছাত্রলীগের নেত্রীদের বের করার ঘটনা ঘটে যাওয়ার পরে সাধারণ শিক্ষার্থীরা প্রাধ্যক্ষের কাছে একটি লিখিত স্টেটমেন্ট নেন। যেখানে তারা ১৭ জুলাই, ২০২৪ থেকে রোকেয়া হলে কোনো ধরণের রাজনীতি চলবে না মর্মে ম্যামের কাছ থেকে সিলসহ স্বাক্ষর নেন।

লিখিত সেই কপিটি ভোরের কাগজের হাতে এসেছে। সেখানে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন সিল স্বাক্ষর ও তারিখ দেখা যায়। 

স্টেটমেন্টে লেখা ছিলো, 'আমরা রোকেয়া হলের মেয়েরা এই মর্মে লিখিত নিচ্ছি যে, আজ ১৭.০৭.২৪ তারিখ থেকে রোকেয়া হলের অভ্যন্তরে কোন ধরনের ছাত্ররাজনীতি (ছাত্রলীগ, ছাত্রদল, যুবদল, জাসদ, শিবির ইত্যাদি) নিষিদ্ধ করা হলো। কোনো ধরনের পলিটিক্যাল রুম বা গণরুম থাকবে না, কোনো পলিটিক্যাল প্রোগ্রাম হবে না। কোনো ধরনের রাজনৈতিক সম্পৃক্ততা হলে থাকবে না। আমরা হলের মেয়েরা যদি এইসব দলের দ্বারা কোনোভাবে ক্ষতিগ্রস্ত হই তাহলে এই দায় প্রশাসন ও হল প্রভোস্টকে নিতে হবে। আজ থেকে রোকেয়া হলকে ছাত্ররাজনীতিমুক্ত ঘোষণা করা হলো। মর্মে- সাধারণ শিক্ষার্থী, রোকেয়া হল। 

এ বিষয়ে হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. নিলুফার পারভীন বলেন, এ বিষয়ে পরে জানাচ্ছি। এখন কথা বলার পরিস্থিতিতে নেই।

এদিকে হল শাখা ছাত্রলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্তত ১০জনকে হল থেকে বিতাড়িত করেছে হলের সাধারণ শিক্ষার্থীরা। রাত দু'টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত হলে উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘গণবিয়ে’র আয়োজন, অনুমতি দেয়নি কর্তৃপক্ষ

সোনারগাঁয়ে অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর নামে মামলা

সোনারগাঁয়ে অরুণা বিশ্বাস ও রোকেয়া প্রাচীর নামে মামলা

১ বছর নয়, শিগগিরই খুলবে মিরপুর-১০ মেট্রো স্টেশন

১ বছর নয়, শিগগিরই খুলবে মিরপুর-১০ মেট্রো স্টেশন

ঢাকায় মালা খানের গরু-ছাগলের খামার, স্বামী-দুই মেয়ে থাকেন কানাডায়

ঢাকায় মালা খানের গরু-ছাগলের খামার, স্বামী-দুই মেয়ে থাকেন কানাডায়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App