×

শিক্ষা

ঢাকা বিশ্ববিদ্যালয়

জরুরি বৈঠকে নেয়া হলো ৫ সিদ্ধান্ত

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ১৫ জুলাই ২০২৪, ০৮:৫৮ পিএম

জরুরি বৈঠকে নেয়া হলো ৫ সিদ্ধান্ত

ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোগো। গ্রাফিক্স: ভোরের কাগজ

কোটা আন্দোলনে আন্দোলনকারী ও ছাত্রলীগের মারামারিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করে শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য প্রতিটি হলে প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকরা শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করাসহ পাঁচটি সিদ্ধান্ত নেয়া হয়েছে। 

সোমবার (১৫ জুলাই) বিকেল পাঁচটায় ভিসি বাংলোতে ঢাবি প্রভোস্ট কমিটির এক জরুরি সভায় এই সিদ্ধান্ত নেয়া হয় বলে একাধিক হল প্রাধ্যক্ষ বিষয়টি নিশ্চিত করেন। পরে জনসংযোগ দপ্তরের পরিচালক মাহমুদ আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়। 

আরো পড়ুন : ছাত্রলীগ-আন্দোলনকারীদের সংঘর্ষ: চিকিৎসা নিতে ঢামেকে ২২০ শিক্ষার্থী

সভা সূত্রে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য পাঁচটি সিদ্ধান্ত নেয়া হয়। সেগুলো হলো, শিক্ষার্থীরা স্ব স্ব হলে শান্তিপূর্ণভাবে অবস্থান করবেন; প্রাধ্যক্ষ ও আবাসিক শিক্ষকগণ শিক্ষার্থীদের নিরাপত্তা বিধানে সার্বক্ষণিকভাবে হলে অবস্থান করবেন এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন; হলসমূহে কোনো বহিরাগত অবস্থান করতে পারবেন না; যেকোনো ধরনের গুজব ও অপপ্রচার থেকে বিরত থাকবে এবং সকলকে নাশকতামূলক কাজ থেকে বিরত থাকতে বলা হয়। 

কেউ নাশতকতামূলক কাজে জড়িত হলে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও সভায় সিদ্ধান্ত নেয়া হয়। 

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. মুহাম্মদ সামাদ, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. সীতেশ চন্দ্র বাছার, কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং বিভিন্ন হল এবং হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনরা উপস্থিত ছিলেন।

টাইমলাইন: কোটা বাতিলের দাবিতে আন্দোলন

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

১৫ সেপ্টেম্বর: সারাদিন যা যা ঘটলো

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

সাবেক সংস্কৃতিবিষয়ক মন্ত্রী আসাদুজ্জামান নূর গ্রেপ্তার

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

ভারতে পাচারের সময় ৮৫০ কেজি ইলিশ জব্দ

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

মেট্রোরেল মেরামতে ব্যয় কমলো যেভাবে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App