বঙ্গভবন অভিমুখে আন্দোলনকারীদের গণপদযাত্রা শুরু
ঢাবি প্রতিনিধি
প্রকাশ: ১৪ জুলাই ২০২৪, ১২:১০ পিএম
ছবি: ভোরের কাগজ
কোটাবৈষম্য নিরসন করে সংসদে আইন পাসের লক্ষ্যে জরুরি অধিবেশন আহ্বান ও ২৪ ঘণ্টার মধ্যে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের জন্য বঙ্গভবন অভিমুখে গণপদযাত্রা শুরু করেছে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারী শিক্ষার্থীরা।
রবিবার (১৪ জুলাই) বেলা ১২ টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে থেকে এই গণপদযাত্রা শুরু হয়। এর আগে সাড়ে ১০টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে শিক্ষার্থীরা জড়ো হতে শুরু করেন। এতে ঢাকা বিশ্ববিদ্যালয়, অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীসহ ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এছাড়াও বেলা পৌনে ১২টায় কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে জগন্নাথ বিশ্ববিদ্যালয় মূল পদযাত্রায় যোগ দেন।
এসময় শিক্ষার্থীরা 'একাত্তরের হাতিয়ার, গর্জে উঠো আরেকবার', 'মামলা গিয়ে আন্দোলন, বন্ধ করা যাবে না', 'লেগেছে রে লেগেছে, রক্তে আগুন লেগেছে', 'সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে', 'এসো ভাই এসো বোন, গড়ে তুলি আন্দোলন', 'কোটা না মেধা, মেধা মেধা', আঠারোর হাতিয়ার, গর্জে উঠো আরেকবার', 'আমার সোনার বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই' প্রভৃতি স্লোগান দেন।
এর আগে, শনিবার সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরির সামনে এক সংবাদ সম্মেলনে কোটা সংস্কার আন্দোলনে নতুন কর্মসূচি হিসেবে গণপদযাত্রা ও সংসদে জরুরি অধিবেশন ডেকে কোটার যৌক্তিক সংস্কারের দাবিতে রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদানের কর্মসূচি ঘোষণা করা হয়। এছাড়াও ঢাকা বাদে বাকি জেলাগুলোতে শিক্ষার্থীদের নিজ নিজ জেলা প্রশাসক কার্যালয় অভিমুখে পদযাত্রা নিয়ে একই দাবিতে জেলা প্রশাসকের মাধ্যমে মহামান্য রাষ্ট্রপতি বরাবর স্মারকলিপি প্রদান করার ঘোষণাও দেয়া হয়।
এর আগে ২০১৮ সালে ব্যাপক ছাত্র আন্দোলনের মুখে সরকার নবম থেকে ত্রয়োদশ গ্রেডের চাকরি থেকে সব ধরনের কোটা বাতিল করেছিল। এরমধ্যে মুক্তিযোদ্ধার সন্তানদের জন্য ৩০ শতাংশ কোটাও বাতিল হয়।
গত ৫ জুন মুক্তিযোদ্ধা কোটা বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেন হাইকোর্ট। এরপর কোটা বাতিলের দাবিতে বিভিন্ন ক্যাম্পাসে ছাত্র আন্দোলন শুরু হয়। কোটাবৈষম্য নিরসনে শুরুতে চার দফা দাবি থাকলেও পরে কোটা সংস্কারের একদফা দাবিতে অবরোধ, বাংলা ব্লকেডসহ আন্দোলন করে আসছেন শিক্ষার্থীরা।