×

শিক্ষা

গুচ্ছ পদ্ধতির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৭ এপ্রিল ২০২৪, ১২:৩৯ পিএম

গুচ্ছ পদ্ধতির বিজ্ঞান ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু

ছবি: সংগৃহীত

গুচ্ছভুক্ত ২৪টি সাধারণ এবং বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে। শনিবার (২৭ এপ্রিল) দুপুর ১২টায় ‘এ’ ইউনিটের মধ্য দিয়ে গুচ্ছ পরীক্ষা শুরু হয়। ‘এ’ইউনিটের (বিজ্ঞান) ভর্তি পরীক্ষায় অংশ নিচ্ছেন প্রায় পৌনে দুই লাখ শিক্ষার্থী।

২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তির জন্য গুচ্ছ পদ্ধতিতে তিনটি ইউনিটে ২১ হাজার আসনের বিপরীতে মোট ৩ লাখ ৫ হাজার ৩৪৬ পরীক্ষার্থী আবেদন করেছেন। ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তির জন্য ‘এ’ ইউনিটে আবেদন করেছেন এক লাখ ৭০ হাজার ৫৯৯ শিক্ষার্থী। এছাড়া মানবিক শাখার ‘বি’ ইউনিটে ৯৪ হাজার ৬৩১ জন এবং ‘সি’ ইউনিটে ৪০ হাজার ১১৬ জন আবেদন করেছেন।

সূত্র জানায়, চলতি বছর গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে ২২টিতে কেন্দ্র নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী শনিবার বেলা ১টা পর্যন্ত ‘এ’ ইউনিটের পরীক্ষা চলবে। একইদিনে আর্কিটেকচার ব্যবহারিক (ড্রয়িং) পরীক্ষা বিকেল সাড়ে ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত নেওয়া হবে।

এছাড়া আগামী ৩ মে মানবিক শাখাভুক্ত ‘খ’ ইউনিটের পরীক্ষা এবং ব্যবসায় শিক্ষা শাখাভুক্ত ‘গ’ ইউনিটের পরীক্ষা ১০ মে অনুষ্ঠিত হবে। এদিকে বিশ্ববিদ্যালয়ের ‘ডি’ ইউনিটের স্বতন্ত্র পরীক্ষা ১১ মে অনুষ্ঠিত হবে। গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষার আসন বিন্যাস, ফলসহ অন্যান্য তথ্য https://gstadmission.ac.bd এই ওয়েবসাইটে পাওয়া যাবে।

সমন্বিত ভর্তি কমিটি জানিয়েছে, পরীক্ষার সময় কোনো পরীক্ষার্থী বা দায়িত্বরত কেউই মোবাইল ফোন বা কোনো ধরনের ইলেক্ট্রনিক ডিভাইস ব্যবহার করতে পারবেন না। 

পরীক্ষার সময় বিশৃঙ্খলা এড়াতে ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে কেন্দ্রগুলোতে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পর্যাপ্ত সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত থাকবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App