×

শিক্ষা

জবিতে তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২০ এপ্রিল ২০২৪, ১০:৩৯ পিএম

জবিতে তীব্র তাপদাহে ক্লাস-পরীক্ষার বিষয়ে সিদ্ধান্ত কাল

ছবি: সংগৃহীত

সারাদেশে তীব্র তাপদাহের কারণে স্থবির গোটা দেশ। ইতোমধ্যে সারাদেশে স্কুল-কলেজ ও জাতীয় বিশ্ববিদ্যালয় ক্লাস পরীক্ষা বন্ধ ঘোষণা করা হয়েছে। এর পরিপ্রেক্ষিতে রবিবার (২১ এপ্রিল) জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ক্লাস–পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত হবে । এ বিষয়ে ওইদিন ১১টায় একটি জরুরি সভা ডেকেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। 

শনিবার (২০ এপ্রিল) রাতে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম। 

উপাচার্য বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয় অনাবাসিক বিশ্ববিদ্যালয়। তাই শিক্ষক-শিক্ষার্থীদের যাতায়াত করতে অনেক কষ্ট হয়। এই তীব্র তাপমাত্রায় অনেকে অসুস্থ হয়ে পড়ছে। ক্লাস অনলাইনে নেয়া যায় কিনা কাল একটি জরুরী সভা ডাকা হয়েছে। এরপর সিদ্ধান্ত নেয়া হবে। 

এদিকে আজ রাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের সকল ক্লাস ও পরীক্ষা ১ সপ্তাহের জন্য অনলাইনে নেয়ার সিদ্ধান্ত নিয়েছে বিভাগ। বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আসমা বিনতে ইকবাল বিষয়টি নিশ্চিত করে বলেন, এই প্রখর তাপমাত্রায় ছেলে মেয়েরা অসুস্থ হয়ে পড়ছে। তাদের দিকটি আগে ভাবতে হবে। তাই আমরা ১ সপ্তাহ অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App