×

শিক্ষা

আত্মহত্যা করা অংকন-অবন্তিকার স্মরণে জবিতে গ্রাফিতি

Icon

জবি প্রতিনিধি

প্রকাশ: ২১ মার্চ ২০২৪, ০৯:৩৭ পিএম

আত্মহত্যা করা অংকন-অবন্তিকার স্মরণে জবিতে গ্রাফিতি

আত্মহত্যা করা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) আইন বিভাগের শিক্ষার্থী ফাইরুজ সাদাফ অবন্তিকা ও ইংরেজি বিভাগের শিক্ষার্থী অংকন বিশ্বাসের স্মৃতিতে ক্যাম্পাসে গ্রাফিতি একেঁ সাংস্কৃতিক প্রতিবাদ জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। 

বৃহস্পতিবার (২১ মার্চ) বিশ্ববিদ্যালয়ের নতুন একাডেমিক ভবনের নিচতলার দেয়ালে গ্রাফিতি আঁকা হয়। 

এ বিষয়ে আন্দোলনরত শিক্ষার্থী তীর্থ মন্ডল বলেন, আমারা আমাদের আন্দোলনের অংশ হিসেবে গ্রাফিতি অঙ্কন করছি। এটি আমাদের সাংস্কৃতিক আন্দোলন। দুজনকে আমরা হারিয়েছি তারা আমাদের সাংস্কৃতিক অঙ্গনের সঙ্গে জড়িত ছিলো। তাদের মনে রাখার জন্য আমাদের এ উদ্যোগ।

আরো পড়ুন: জবি উপাচার্যের ব্যক্তিগত তহবিল থেকে চিকিৎসারত শিক্ষার্থীকে অনুদান

সুমাইয়া সোমা নামের আরেক শিক্ষার্থী বলেন, এ গ্রাফিতির মাধ্যমে আমরা সাংস্কৃতিক আন্দোলন করছি। আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাবো।

গ্রাফিতি আঁকায় অংশ নেয়া শিক্ষার্থী চারুকলার শিক্ষার্থী সুমাইয়া ইভা বলেন, আমরা এখানে গ্রাফিতি অঙ্কন করছি অবন্তিকা ও অংকন বিশ্বাসের ঘটনাটা সবার মধ্যে ছড়িয়ে দেয়া এবং প্রতিটি শিক্ষার্থী যাতে সচেতন হয়। এটা আমাদের এক ধরণের প্রতিবাদ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App