×

শিক্ষা

জাবিতে গণ-ইফতার করে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

Icon

জাবি প্রতিনিধি

প্রকাশ: ১৩ মার্চ ২০২৪, ০৯:১০ পিএম

জাবিতে গণ-ইফতার করে শিক্ষার্থীদের নীরব প্রতিবাদ

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি) এবং নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) ক্যাম্পাসে ইফতার পার্টি আয়োজনে নিষেধাজ্ঞা আরোপ করার প্রতিবাদে গণ-ইফতারের আয়োজন করে নীরব প্রতিবাদ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।

বুধবার (১৩ মার্চ) বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় খেলার মাঠে ৪৯ ব্যাচের উদ্যোগে এই গণ-ইফতারের আয়োজন করা হয়। এসময় প্রায় দেড় হাজার শিক্ষার্থী ইফতারে অংশগ্রহণ করেছে বলে জানিয়েছেন আয়োজকরা।

সরেজমিনে গিয়ে দেখা যায়, গণ-ইফতার উপলক্ষে বিকেল থেকেই আবাসিক হলগুলো থেকে শিক্ষার্থীরা দলে দলে ইফতার করতে কেন্দ্রীয় খেলার মাঠে আসতে থাকে। আয়োজনে ব্যস্ত ছিলো একদল শিক্ষার্থী। তাদের কেউ প্লেট বিছিয়ে দিচ্ছে। কেউ ছোলা, মুড়ি, বেগুনি, পেঁয়াজু সাজিয়ে দিচ্ছে, আবার কেউ ব্যস্ত শরবত বানাতে। অন্যদিকে একদল শিক্ষার্থী আবাসিক হলগুলো থেকে আসা ছাত্রদের সাড়ি সাড়ি বসিয়ে দিচ্ছে। কেউ আবার বসে থাকা শিক্ষার্থীদের ইফতার সরবরাহে ব্যস্ত। এসময় কুরআন তিলাওয়াত ও হামদ-নাত পরিবেশন করতে দেখা যায় কয়েকজন শিক্ষার্থীকে। ইফতারের সেই কাঙ্ক্ষিত সময় ঘনিয়ে এলে সৃষ্টিকর্তার কাছে সম্মিলিত মোনাজাত করে শিক্ষার্থীরা। পরে মসজিদের মাইকে আজানের ধ্বনি শোনার পর ইফতার মুখে দেন শিক্ষার্থীরা।

আরো পড়ুন: জবি নীল দলের সভাপতি ড. জাকারিয়া, সাধারণ সম্পাদক আরিফুল

আয়োজকদের সঙ্গে কথা বলে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের ৪৯ ব্যাচের কয়েকজন শিক্ষার্থীর উদ্যোগে এই ইফতারের আয়োজন করা হয়েছে। ব্যাচের শিক্ষার্থীরাই এর অর্থায়ন করেছেন। প্রাথমিকভাবে পাঁচশত জনের আয়োজন করা হয়। কিন্তু উপস্থিত ছিলো প্রায় দেড় হাজার শিক্ষার্থী। উপস্থিত অনেক শিক্ষার্থীদের অনেকে নিজ খরচে ইফতার কিনে এনেছেন, অনেকে আবার বন্ধুদের সঙ্গে বসেই সেরেছেন ইফতার। 

ইফতার করতে এসে রসায়ন বিভাগের শিক্ষার্থী রাকিব বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ে ইফতার পার্টি আয়োজনের উপর নিষেধাজ্ঞা আরোপ করায় এই ইফতারের আয়োজন করা হয়েছে। এটি একটি নীরব প্রতিবাদ। এই প্রতিবাদে শামিল হতে এখানে এসেছি।’

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী শাহাদাত হোসেন বলেন, ‘বাঙালি মুসলমানের ঐতিহ্য ইফতার মাহফিল। নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি নিষিদ্ধের প্রতিবাদ জানিয়ে সাধারণ শিক্ষার্থীরা এই গণ-ইফতার কর্মসূচি পালন করেছি। ইফতার মাহফিল বন্ধ করলে ধর্মীয় বিদ্বেষ ছড়াতে পারে। দুই বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রতি এই আদেশ প্রত্যাহারের আহ্বান করছি।’

আরো পড়ুন: নোবিপ্রবি ও শাবিপ্রবিতে ইফতার পার্টি নিষিদ্ধ, ঢাবি শিক্ষার্থীদের প্রতিবাদ

আয়োজকদের পক্ষে গণিত বিভাগের শিক্ষার্থী শাফায়েত মীর বলেন, ‘দুই বিশ্ববিদ্যালয়ে প্রশাসনের ইফতার আয়োজনে নিষেধাজ্ঞায় এখান থেকে আমরা প্রতিবাদ জানাচ্ছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণ-ইফতার আয়োজন করায় কতিপয় দুষ্কৃতিকারী আলোচনা চলাকালে আয়োজকদের উপর হামলা চালিয়েছে। আমরা জাবির সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই হামলার তীব্র নিন্দা জানাই। আমাদের এই বিশ্ববিদ্যালয় ও এই দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। যারা এই সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে চায় এবং ইসলামের নামে কটূক্তি করে আমরা তাদের প্রতি ধিক্কার জানাই।’

উল্লেখ্য, গত সোমবার শাবিপ্রবি ও নোবিপ্রবি প্রশাসন ক্যাম্পাসের অভ্যন্তরে ইফতার পার্টির আয়োজন না করার নির্দেশনা দিয়ে নোটিশ জারি করে। এতে দেশব্যাপী শুরু হয় নানা আলোচনা-সমালোচনা। অনেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রশাসনের এমন নির্দেশের নিন্দা জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App