×

শিক্ষা

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

Icon

ঢাবি প্রতিনিধি

প্রকাশ: ০৯ মার্চ ২০২৪, ০৫:৩২ পিএম

ঢাবি সাংবাদিকতা বিভাগ অ্যালামনাইয়ের নতুন কমিটি গঠন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ অ্যালামনাই অ্যাসোসিয়েশনের নতুন কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে নির্বাচিত হয়েছেন সাবেক জেলা ও দায়রা জজ মো. শামসুল হক এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চ্যানেল আইয়ের জ্যেষ্ঠ বার্তা সম্পাদক মীর আত্তাকী মাসরুরুজ্জামান রনি। 

শুক্রবার (৮ মার্চ) বিকেল পাঁচটার দিকে বিশ্ববিদ্যালয়ের নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের অ্যালামনাই ফ্লোরে নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়। এতে বিভাগের সাবেক শিক্ষার্থীরা ভোট প্রদান করেন। ভোট গণনা শেষে রাত সাড়ে ১১টার দিকে ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমান। 

নতুন কমিটিতে সহ-সভাপতি পদে নির্বাচিত হয়েছেন স্থানীয় সরকার মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব কবীর মাহমুদ, ইসলামী ব্যাংকের ভাইস-প্রেসিডেন্ট কামাল উদ্দীন জসিম, ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের সদস্য সচিব মানস ঘোষ ও পুলিশের অতিরিক্ত উপমহাপরিদর্শক গিয়াস উদ্দিন। 

যুগ্ম সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন দৈনিক কালবেলার ক্রীড়া সম্পাদক হাসান উল্ল্যাহ খান রানা, বাংলাদেশ টেলিভিশনের সম্প্রচার সাংবাদিক শারমিন ইফফাত শামস তুলি ও ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাবেক সাধারণ সম্পাদক কবির আহমেদ খান। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন যমুনা টেলিভিশনের সিনিয়র রিপোর্টার শাকিল হাসান।

আরো পড়ুন: জাবি ছাত্র ইউনিয়নের নেতৃত্বে আলিফ ও ইমন

কমিটিতে কোষাধ্যক্ষ নির্বাচিত হয়েছেন বিবিসি বাংলার সাংবাদিক রাকিব হাসনাত সুমন, প্রকাশনা সম্পাদক হয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ বৈকল্য বিভাগের চেয়ারপার্সন শারমিন আহমেদ, সাংস্কৃতিক সম্পাদক হয়েছেন উন্নয়ন কর্মী মোস্তফা মোহাম্মদ তাহান, যোগাযোগ সম্পাদক হয়েছেন ডেইলি সানের স্টাফ রিপোর্টার মেহেদী হাসান ও দপ্তর সম্পাদক হয়েছেন তারেক হাসান নির্ঝর। 

এছাড়া ১৫ জনের কার্যনির্বাহী সদস্য পদে নির্বাচিত হয়েছেন- তরিকুল ইসলাম খান রবিন, মো. আলী আসিফ শাওন, মহিউদ্দিন মুজাহিদ মাহী, মুহাম্মদ জাহিদুল ইসলাম (সজল জাহিদ), কে এম শাখাওয়াত মুন, নাজমুল আলম নবীন, মাজহারুল আনোয়ার খান শিপু, লোপা হোসাইন, শওকত আহমেদ ফরিদী, রেজা ফরহাদ, শারমিন আখতার, মাসউদ বিন আবদুর রাজ্জাক, আমিনা ইসলাম, রফিকুল ইসলাম এবং অলিউর রহমান।

প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. গোলাম রহমানের সঙ্গে নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন- সাবেক সচিব আবু আলম মো. শহীদ খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সহ-সভাপতি কাজি রওনাক হোসেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মফিজুর রহমান এবং সহযোগী অধ্যাপক শাওন্তী হায়দার।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App